বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন তোপখানা রোড সেগুনবাগিচা ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগ তথ্যপ্রযুক্তি লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নবনির্বাচিত সদস্যগণের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম নজরুল ইসলাম- প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি বাংলাদেশ আওয়ামী তথ্য ও প্রযুক্তি লীগ। সভাপতিত্ব করেন জনাব লায়ন মোঃ সারোয়ার মামুন চৌধুরী- সভাপতি বাংলাদেশ তথ্যপ্রযুক্তি লীগ আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফুজ্জামান মজুমদার-সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ ,জনাব মোঃ আলাউদ্দিন সহ-সভাপতি বাংলাদেশ তথ্য প্রযুক্তি লীগ, মোহাম্মদ দেলোয়ার হোসেন-ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, এস টিভি বাংলা টেলিভিশনের নির্বাহী পরিচালক, সংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ তথ্যপ্রযুক্তি লীগ। রাজিয়া সুলতানা তূর্ণা বাংলাদেশ টেলিভিশন সাংবাদিক, মহিলা বিষয়ক সম্পাদিকা বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ। এবং কেন্দ্রীয় কমিটির বিশেষ নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সিরাজুল ইসলাম আকাশ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ । অনুষ্ঠানে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক। নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রকৃত ইতিহাস তুলে ধরেছেন। দেশবাসীকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
আলোচনা সভায় নেতারা বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে বলেছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন শেখ মজিবুর রহমান দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা সমাজের সর্বস্তরের মানুষকে পৌঁছিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন।