ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরের সিনিয়র সাংবাদিক,মর্মান্তিক রোড এক্সিডেন্টে মৃত্যু হয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন বাউফলে সড়ক দুর্ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত মাদক ব্যবসায়ীর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপহার গ্রহণের ছবি ভাইরাল গাজায় ৯০ শতাংশ যুদ্ধবিরতি আলোচনা সম্পন্ন: ফিলিস্তিনি কর্মকর্তা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংঘর্ষ, হতাহত ১৫ ধামরাইয়ে বাস-অটোরিকশার সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত নিষিদ্ধ এলাকায় বাজছে গাড়ির হর্ন, নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ উত্তরা আধুনিক হাসপাতাল ঘিরে এখনও চাঁদাবাজির তান্ডব চালাচ্ছে শেখ হাসিনার আস্থাভাজন গোলাম মোস্তফা  মিঠাপুকুরে এমপিএইসভিওয়ের ১১তম বর্ষে পদার্পন

তৃতীয় চার্লস নন, ব্রিটেনের রাজা হবেন অন্য কেউ!

ষোড়শ শতকের ফরাসী জ্যোতিষী নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীর নানান অদ্ভুত ঘটনার কথা প্রায়ই শোনা যায়। প্রাকৃতিক বিপর্যয়ই হোক বা আসন্ন কোনো যুদ্ধ, তার ভবিষ্যদ্বাণীতে বহু ইঙ্গিত অলৌকিকভাবে মিলে যেতেও দেখা গেছে। এবার প্রসঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু। যা নিয়ে বহু দশক আগে নস্ত্রাদামুসের লেখা ভবিষ্যদ্বাণী মিলে গেছে। এমনকী, রানি এলিজাবেথের জন্মের কথাও লুকিয়ে ছিল তার লেখা কবিতায়।

এবার সেই নস্ত্রাদামুসের বইয়ের পাতা মিলল ব্রিটেনের রাজ সিংহাসন সংক্রান্ত ভবিষ্যদ্বাণী। যেখানে স্পষ্ট বলা হয়েছে, ব্রিটেন যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের সম্রাট প্রিন্স চার্লস নন। বরং অন্য কেউ। সেই উত্তরসূরির নামও উল্লেখ করা হয়েছে বইতে।

ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা করেন মারিও রিডিং। নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে ২০০৫ সালে মারিওর একটি বই প্রকাশিত হয়। নাম ছিল, ‘নস্ত্রাদামুস : দ্য কমপ্লিট প্রফেসিস ফর দ্য ফিউচার’। সেখানেই বলা হয়েছিল, কয়েকশ বছর আগে নস্ত্রাদামুস রানির মৃত্যুর সময়কার বয়স এবং মৃত্যুর সময় বলে গিয়েছিলেন। দেখা যায়, তা একেবারে হাতেনাতে মিলে গেছে।

dhakapost
প্রিন্স হ্যারি

সেই বইতে ব্রিটেনের সিংহাসনের উত্তরসূরি কথাও বলা হয়েছে। দাবি করা হয়েছে, তৃতীয় চার্লস ব্রিটেনের সিংহাসন ত্যাগ করবেন। আর সেই আসনে বসবেন হ্যারি। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, ২০২০ সালে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল রাজ পরিবার ত্যাগ করেন। বর্তমানে আমেরিকায় থাকছেন তারা। মারিও রিডিংয়ের দাবি, নস্ত্রাদামুস বলেছিলেন, সাধারণ মানুষ চার্লসকে ক্ষমতাচ্যুত করবেন। সেই আসনে এমন একজন বসবেন যাকে নিয়ে কেউ ভাবেননি।

মারিওর বইতে লেখা হয়েছে, নস্ত্রাদামুস নিজের কবিতার বই ১৫৫৫ সালে রানীর মৃত্যুর কথা লিখেছিলেন। ২২ সালে ৯৬ বছরে মৃত্যু হবে তার। মিলে গেছে সেই ভবিষ্যদ্বাণী। ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। বয়স হয়েছিল ৯৬ বছর। মিলে গিয়েছিল জ্যোতিষীর দাবি। ব্রিটেনের উত্তরসূরি নিয়েও কি মিলবে জ্যোতিষীর গণনা? উত্তর সময়ই বলে দেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের সিনিয়র সাংবাদিক,মর্মান্তিক রোড এক্সিডেন্টে মৃত্যু হয়।

তৃতীয় চার্লস নন, ব্রিটেনের রাজা হবেন অন্য কেউ!

আপডেট সময় ০১:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

ষোড়শ শতকের ফরাসী জ্যোতিষী নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীর নানান অদ্ভুত ঘটনার কথা প্রায়ই শোনা যায়। প্রাকৃতিক বিপর্যয়ই হোক বা আসন্ন কোনো যুদ্ধ, তার ভবিষ্যদ্বাণীতে বহু ইঙ্গিত অলৌকিকভাবে মিলে যেতেও দেখা গেছে। এবার প্রসঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু। যা নিয়ে বহু দশক আগে নস্ত্রাদামুসের লেখা ভবিষ্যদ্বাণী মিলে গেছে। এমনকী, রানি এলিজাবেথের জন্মের কথাও লুকিয়ে ছিল তার লেখা কবিতায়।

এবার সেই নস্ত্রাদামুসের বইয়ের পাতা মিলল ব্রিটেনের রাজ সিংহাসন সংক্রান্ত ভবিষ্যদ্বাণী। যেখানে স্পষ্ট বলা হয়েছে, ব্রিটেন যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের সম্রাট প্রিন্স চার্লস নন। বরং অন্য কেউ। সেই উত্তরসূরির নামও উল্লেখ করা হয়েছে বইতে।

ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা করেন মারিও রিডিং। নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে ২০০৫ সালে মারিওর একটি বই প্রকাশিত হয়। নাম ছিল, ‘নস্ত্রাদামুস : দ্য কমপ্লিট প্রফেসিস ফর দ্য ফিউচার’। সেখানেই বলা হয়েছিল, কয়েকশ বছর আগে নস্ত্রাদামুস রানির মৃত্যুর সময়কার বয়স এবং মৃত্যুর সময় বলে গিয়েছিলেন। দেখা যায়, তা একেবারে হাতেনাতে মিলে গেছে।

dhakapost
প্রিন্স হ্যারি

সেই বইতে ব্রিটেনের সিংহাসনের উত্তরসূরি কথাও বলা হয়েছে। দাবি করা হয়েছে, তৃতীয় চার্লস ব্রিটেনের সিংহাসন ত্যাগ করবেন। আর সেই আসনে বসবেন হ্যারি। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, ২০২০ সালে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল রাজ পরিবার ত্যাগ করেন। বর্তমানে আমেরিকায় থাকছেন তারা। মারিও রিডিংয়ের দাবি, নস্ত্রাদামুস বলেছিলেন, সাধারণ মানুষ চার্লসকে ক্ষমতাচ্যুত করবেন। সেই আসনে এমন একজন বসবেন যাকে নিয়ে কেউ ভাবেননি।

মারিওর বইতে লেখা হয়েছে, নস্ত্রাদামুস নিজের কবিতার বই ১৫৫৫ সালে রানীর মৃত্যুর কথা লিখেছিলেন। ২২ সালে ৯৬ বছরে মৃত্যু হবে তার। মিলে গেছে সেই ভবিষ্যদ্বাণী। ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। বয়স হয়েছিল ৯৬ বছর। মিলে গিয়েছিল জ্যোতিষীর দাবি। ব্রিটেনের উত্তরসূরি নিয়েও কি মিলবে জ্যোতিষীর গণনা? উত্তর সময়ই বলে দেবে।