ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কেয়ামত থেকে কেয়ামত’ নিয়ে যা বললেন নোবেল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং জগতের এক উজ্জ্বল নক্ষত্র আদিল হোসেন নোবেল। কেবল মডেলিং নয়, অভিনয় জগতেও স্বল্প পরিসরে রেখেছেন প্রতিভার ছাপ। সম্প্রতি এক পডকাস্টে তিনি তার সমসাময়িক, প্রয়াত সুপারস্টার সালমান শাহ এবং তার প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ নিয়ে অকপটে কথা বলেছেন।

জানা যায়, ১৯৯৩ সালে মুক্তি পাওয়া কালজয়ী সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্র দিয়ে বাংলা সিনেমায় ঝড় তুলেছিলেন সালমান শাহ ও মৌসুমী জুটি। এই ছবিটির মাধ্যমেই তাদের অভিষেক হয়। তবে অনেকেরই অজানা, এই সিনেমাটিতে প্রথমে নোবেলের অভিনয় করার কথা ছিল।

উপস্থাপক প্রশ্ন করেন, আপনার সমসাময়িক সালমান শাহের কথাই যদি আমি ধরি। তার প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ তো আপনারই করবার কথা ছিল। যখন দেখলেন যে তিনি সফল হয়েছেন, তখন কি আপনার একটুও হলেও আফসোস হয়নি?

মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল বলেন, ‘আমার উল্টাটা লেগেছে। যখন ইমন (সালমান শাহ) করলো, ছবিটা এত সুন্দর, আমি তো হলে গিয়ে দেখলাম।’

তার কথায়, ‘আমার কাছে এত সুন্দর লেগেছে, আমার কাছে মনে হয়েছে, “মাই গড! আমি করিনি, বেঁচে গেছি ভাই। আমারটা কোনোদিন এত সুন্দর হতো না।’

নোবেলের ভাষ্য, ‘ইমন, মৌসুমী, ওরা এত সুন্দর করে (করেছে)। ফার্স্ট অফ অল কাজটা এত ভালো লেগেছিল একটা জিনিস ছিল, আর দুজনের অ্যাক্টিং অ্যান্ড ওভারঅল পুরো মুভিটা… আমি করলে এই মুভিটা নষ্ট হয়ে যেত, আমার কাছে এটা মনে হয়েছে।’

অন্যদিকে, এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমীর এখনও আক্ষেপ রয়েছে যে তিনি নোবেলের সঙ্গে একটিও সিনেমায় কাজ করতে পারেননি। উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে নোবেল হেসে বলেন, ‘সে এখনও আক্ষেপ করে বলে। বললাম, ‘মৌসুমী, ইটস টু লেইট। ইনশাআল্লাহ পরের বার, পরের জনমে যদি তুমি থাকো, আমি আসি।’

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কেয়ামত থেকে কেয়ামত’ নিয়ে যা বললেন নোবেল

আপডেট সময় ০৮:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং জগতের এক উজ্জ্বল নক্ষত্র আদিল হোসেন নোবেল। কেবল মডেলিং নয়, অভিনয় জগতেও স্বল্প পরিসরে রেখেছেন প্রতিভার ছাপ। সম্প্রতি এক পডকাস্টে তিনি তার সমসাময়িক, প্রয়াত সুপারস্টার সালমান শাহ এবং তার প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ নিয়ে অকপটে কথা বলেছেন।

জানা যায়, ১৯৯৩ সালে মুক্তি পাওয়া কালজয়ী সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্র দিয়ে বাংলা সিনেমায় ঝড় তুলেছিলেন সালমান শাহ ও মৌসুমী জুটি। এই ছবিটির মাধ্যমেই তাদের অভিষেক হয়। তবে অনেকেরই অজানা, এই সিনেমাটিতে প্রথমে নোবেলের অভিনয় করার কথা ছিল।

উপস্থাপক প্রশ্ন করেন, আপনার সমসাময়িক সালমান শাহের কথাই যদি আমি ধরি। তার প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ তো আপনারই করবার কথা ছিল। যখন দেখলেন যে তিনি সফল হয়েছেন, তখন কি আপনার একটুও হলেও আফসোস হয়নি?

মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল বলেন, ‘আমার উল্টাটা লেগেছে। যখন ইমন (সালমান শাহ) করলো, ছবিটা এত সুন্দর, আমি তো হলে গিয়ে দেখলাম।’

তার কথায়, ‘আমার কাছে এত সুন্দর লেগেছে, আমার কাছে মনে হয়েছে, “মাই গড! আমি করিনি, বেঁচে গেছি ভাই। আমারটা কোনোদিন এত সুন্দর হতো না।’

নোবেলের ভাষ্য, ‘ইমন, মৌসুমী, ওরা এত সুন্দর করে (করেছে)। ফার্স্ট অফ অল কাজটা এত ভালো লেগেছিল একটা জিনিস ছিল, আর দুজনের অ্যাক্টিং অ্যান্ড ওভারঅল পুরো মুভিটা… আমি করলে এই মুভিটা নষ্ট হয়ে যেত, আমার কাছে এটা মনে হয়েছে।’

অন্যদিকে, এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমীর এখনও আক্ষেপ রয়েছে যে তিনি নোবেলের সঙ্গে একটিও সিনেমায় কাজ করতে পারেননি। উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে নোবেল হেসে বলেন, ‘সে এখনও আক্ষেপ করে বলে। বললাম, ‘মৌসুমী, ইটস টু লেইট। ইনশাআল্লাহ পরের বার, পরের জনমে যদি তুমি থাকো, আমি আসি।’