ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফিশারিতে ডাকাতের হামলা, গুলিবিদ্ধ ব্যবসায়ী ঢামেকে

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ১০:৩০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দি থানার ফিশারিতে ডাকাত হামলায় আমির হোসেন (৪৮) নামে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে আমিরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরীপুর মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় গুলিবিদ্ধ আমির হোসেন কুমিল্লার দাউদকান্দি থানার মাইথর কান্দি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

গুলিবিদ্ধ আমির হোসেনের ভাই বাদশা মিয়া জানান, ভোরের দিকে গৌরীপুর মৎস্য প্রকল্পে ১০-১২ জন ডাকাত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র ও শর্টগান দিয়ে গুলি ছোড়ে। এতে আমির হোসেনের বাম পায়ের উরুতে গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, ডাকাতরা ফিশারির ভেতরে ঢুকে আমাদের ভয় দেখায়। গুলি করার পর আমি গিয়ে ভাইকে উদ্ধার করি। প্রথমে স্থানীয় হাসপাতালে নিই, পরে অবস্থার অবনতি হলে ঢামেকে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালে গুলিবিদ্ধ অবস্থায় কুমিল্লা থেকে এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা জানায়, মাছের ফিশারিতে ডাকাত দলের গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ফিশারিতে ডাকাতের হামলা, গুলিবিদ্ধ ব্যবসায়ী ঢামেকে

আপডেট সময় ১০:৩০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

কুমিল্লার দাউদকান্দি থানার ফিশারিতে ডাকাত হামলায় আমির হোসেন (৪৮) নামে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে আমিরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরীপুর মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় গুলিবিদ্ধ আমির হোসেন কুমিল্লার দাউদকান্দি থানার মাইথর কান্দি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

গুলিবিদ্ধ আমির হোসেনের ভাই বাদশা মিয়া জানান, ভোরের দিকে গৌরীপুর মৎস্য প্রকল্পে ১০-১২ জন ডাকাত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র ও শর্টগান দিয়ে গুলি ছোড়ে। এতে আমির হোসেনের বাম পায়ের উরুতে গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, ডাকাতরা ফিশারির ভেতরে ঢুকে আমাদের ভয় দেখায়। গুলি করার পর আমি গিয়ে ভাইকে উদ্ধার করি। প্রথমে স্থানীয় হাসপাতালে নিই, পরে অবস্থার অবনতি হলে ঢামেকে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালে গুলিবিদ্ধ অবস্থায় কুমিল্লা থেকে এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা জানায়, মাছের ফিশারিতে ডাকাত দলের গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।