ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন-

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম।
আমি রফিক গং, পিতা: মৃত আব্দুল হাসেম, সাং- ফুল কাচিয়া, ওসমান বাড়ী, ৪নং কাচিয়া ইউনিয়ন, ডাকঘর:কুঞ্জেরহাট, উপজেলাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা।

বুধবার (০১ অক্টোবর ২০২৫) বুধবার বিকাল ৪.০০ ঘটিকায় বোরহানউদ্দিন প্রেস ক্লাবের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমার লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে সংবাদ সম্মেলন করছি যে, আমার প্রতিবেশী দুলাল গংদের সাথে আমার খরিদা জায়গা জমি নিয়া বিরোধ চলে আসছে। দুলাল গং আমার নামে ৩টি মামলা দায়ের করেন। ৩টি মামলার মধ্যে দুই টি মামলা মিথ্যা প্রমানিত হয়। যার কাগজ পত্র আমার কাছে আছে।

প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,
আপনাদের কাছে আমি অতি ক্ষুদ্র মানুষ হিসেবে প্রশ্ন ২৬/০৯/২০২৫ইং শুক্রবার দুপুরের পর আমাকে ও আমার পরিবার কে হত্যার উদ্দেশ্যে দুলাল গং মারপিট করে। আমরা চিকিৎসা সেবা নিতে যখন হাসপাতালে ভর্তি তাহলে কি ভাবে আমরা তাদের কে মারপিট ও চাদা দাবী করি। বিষয়টি ঘোলা পানিতে মাছ স্বীকার করার মত নয় কি ? আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও ফাসানোর অসৎ উদ্দেশ্যে বলে আমি মনে করি।

প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,
ভূমিদস্যু ও মামলাবাজ দুলাল গং, পিতা : মো: কাঞ্চন, ওয়ার্ড নং: ০৫, ওসমান বাড়ী, পো: কুঞ্জেরহাট , উপজেলা: বোরহানউদ্দিন, জেলা :ভোলা এর নিকট হইতে আমার বড় ভাইর শ্যালকের স্ত্রী(বেয়াইন) আরজু বেগম বিগত ১৩/১২/২০২৪ইং তারিখে ১৬(ষোল) শতাংশ জমি ১০,৫০,০০০/-(দশ লক্ষ পঞ্চাশ) হাজার টাকা দাম নির্ধারন করে খরিদ করে। সেই মোতাবেক উক্ত দুলাল জমির মুল্য বাবদ সমদুয় টাকা বুঝাইয়া দেই এবং সাফ কবলা জমি বিক্রি চুক্তি নামায় আবদ্ধ হই(ভিডিও) সংযুক্ত। দুলাল নগদ উক্ত টাকা গ্রহণ করিয়া আমার শ্যালকের স্ত্রী(বেয়াইন) কে জমি বুঝাইয়া দেয় এবং উক্ত ১৬(ষোল) শতাংশ জমি রেজিষ্ট্রি করিয়া দেয়ার জন্য আমার বেয়াইন আরজু বেগম বোরহানউদ্দিন সাব-রেজিস্ট্রি অফিসে আসিলে নামজারী না থাকার দরুন দলিলটি রেজিস্ট্রি করা হয় নাই। তখন দুলাল আমাদের কে জানায় যে, নামজারী রেকর্ড করাইয়া আমার বেয়াইন বরাবরে জমি রেজিস্ট্রি করিয়া দিবে। কিন্তুু ভূমি দস্যু দুলাল জমি রেজিস্ট্রি না করিয়া দিয়া তালবাহানা করিতেছে। আমরা দুলাল কে জমি রেজিস্ট্রি করিয়া দেয়ার কথা বলিলে সে আজ দিব, কাল দিব, বলিয়া ঘুরাইতেছে। দুলাল আমাদের কে যে উক্ত ১৬ (ষোল) শতাংশ জমির সাফ কবলা দলিলের চুক্তি পত্র ও জমির দখল বুঝাইয়া দিয়াছে সেই মোতাবেক আমরা উক্ত জমিতে বাউন্ডারি নির্মানের জন্য ইট, বালি, ক্রয় করিয়া বাউন্ডারি নির্মান করতে গেলে। ভূমি দুস্যু দুলাল গং আমাদের নামে ভোলা কোর্টে এমপি-৩৮৭, তাং: ২৪/০১/২৫ইং তারিখে ৪৪/৪৫ মামলা করে। আমারা দুলালের দেওয়া সাফ কবলা চুক্তি দলিল আদালতে উপস্থিত করলে আদালত আমাদের পক্ষে রায় প্রদান করে।
এতে দুলাল আমাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে ভোলা কোর্টে এমপি-২১৬, তাং: ২৮/০৮/২০২৫ইং তারিখে চাদাবাজীর মামলা করে। এই মামলা কোট হইতে বোরহানউদ্দিন থানা পুলিশ কে তদন্ত করার নির্দেশ প্রদান করা হইলে। পুলিশ তদন্ত করিয়া মামলাটি মিথ্যা, বাটোয়াট ও উদ্দেশ্যে মুলক ভাবে রুজু করা হইয়াছে বলিয়া প্রতিয়মান হয় এবং আমাদের কে অব্যহতি দেয়া হয়।

প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,ভূমি দুস্যু ও মামলাবাজ দুলাল একের পর পর মামলা মোকদ্দমা করিয়া যখন ব্যর্থ। তখন সে আমাদের কে তার কাছ থেকে খরিদা জমির দলিল ও দখল উৎখাতের জন্য বিগত ২৬/০৯/২০২৫ইং তারিখ শুক্রবার আমি ও আমার ভাই সফিক স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করে বাড়ী ফেরার সময়। ভূমি দস্যু সন্ত্রাসী দুলালের নেতৃত্বে ২০/২৫ জন্য স্বসস্ত্র অস্ত্র ধারী লোকজন অতর্কিত আমার উপর হামলা করে মারধর করে। আমি তখন চিৎকার চেচামেচি করিলে আমার বাড়ী হইতে আমার স্ত্রী, আমার ভাইয়ের স্ত্রী সহ পরিবারের লোকজন ঘটনাস্থলে দৌড়াইয়া আসিলে। তাহাদের কে এলোপাথারি মারধর করে এবং বগি দা দিয়া কোপায় এবং আমার ভাই শফিক এর কান কেটে ফেলে এবং বাড়ীর মহিলাদের কেও মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর ফেলিয়া চলিয়া যায়। তখন স্থানীয়রা আমাদের কে প্রথমে বোরহানউদ্দিন পরবর্তীতে ভোলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করে। হাসপাতালে চিকিৎসা গ্রহণ করিয়া সংবাদ সম্মেলন করিতে বিলম্ব হইয়াছে।

প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,
ভূমি দুস্য, সন্ত্রাসী দুলাল আমাদের কে হয়রানি করতে একের পর এক মিথ্যা নাটক সাজিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিগত ২৮/০৯/২০২৫ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকা দৈনিক খরব প্রতিদিন এর পোর্টালে ৫ লক্ষ টাকা চাদাদাবী মর্মে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও ভূমি দুস্য দুলাল এর স্ত্রী ময়না বেগম এর স্বাক্ষাৎকারে প্রচারিত হয়। আমি উক্ত ভিডিও নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,
আপনারা সমাজের দর্পন। আপনারা প্রয়োজনে উপরোক্ত ঘটনাটি আরও গভীর ভাবে তদন্ত করে প্রকৃত সত্য ঘটনা আপনাদের স্ব স্ব পত্রিকায় তুলে ধরবেন বলে আমি আশা প্রকাশ করছি।
উপস্থিত সকল সাংবাদিক ভাইদের আমার মত ক্ষুদ্র মানুষের বক্তব্যটুকু সময় নিয়ে শ্রবন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন-

আপডেট সময় ০৮:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম।
আমি রফিক গং, পিতা: মৃত আব্দুল হাসেম, সাং- ফুল কাচিয়া, ওসমান বাড়ী, ৪নং কাচিয়া ইউনিয়ন, ডাকঘর:কুঞ্জেরহাট, উপজেলাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা।

বুধবার (০১ অক্টোবর ২০২৫) বুধবার বিকাল ৪.০০ ঘটিকায় বোরহানউদ্দিন প্রেস ক্লাবের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমার লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে সংবাদ সম্মেলন করছি যে, আমার প্রতিবেশী দুলাল গংদের সাথে আমার খরিদা জায়গা জমি নিয়া বিরোধ চলে আসছে। দুলাল গং আমার নামে ৩টি মামলা দায়ের করেন। ৩টি মামলার মধ্যে দুই টি মামলা মিথ্যা প্রমানিত হয়। যার কাগজ পত্র আমার কাছে আছে।

প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,
আপনাদের কাছে আমি অতি ক্ষুদ্র মানুষ হিসেবে প্রশ্ন ২৬/০৯/২০২৫ইং শুক্রবার দুপুরের পর আমাকে ও আমার পরিবার কে হত্যার উদ্দেশ্যে দুলাল গং মারপিট করে। আমরা চিকিৎসা সেবা নিতে যখন হাসপাতালে ভর্তি তাহলে কি ভাবে আমরা তাদের কে মারপিট ও চাদা দাবী করি। বিষয়টি ঘোলা পানিতে মাছ স্বীকার করার মত নয় কি ? আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও ফাসানোর অসৎ উদ্দেশ্যে বলে আমি মনে করি।

প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,
ভূমিদস্যু ও মামলাবাজ দুলাল গং, পিতা : মো: কাঞ্চন, ওয়ার্ড নং: ০৫, ওসমান বাড়ী, পো: কুঞ্জেরহাট , উপজেলা: বোরহানউদ্দিন, জেলা :ভোলা এর নিকট হইতে আমার বড় ভাইর শ্যালকের স্ত্রী(বেয়াইন) আরজু বেগম বিগত ১৩/১২/২০২৪ইং তারিখে ১৬(ষোল) শতাংশ জমি ১০,৫০,০০০/-(দশ লক্ষ পঞ্চাশ) হাজার টাকা দাম নির্ধারন করে খরিদ করে। সেই মোতাবেক উক্ত দুলাল জমির মুল্য বাবদ সমদুয় টাকা বুঝাইয়া দেই এবং সাফ কবলা জমি বিক্রি চুক্তি নামায় আবদ্ধ হই(ভিডিও) সংযুক্ত। দুলাল নগদ উক্ত টাকা গ্রহণ করিয়া আমার শ্যালকের স্ত্রী(বেয়াইন) কে জমি বুঝাইয়া দেয় এবং উক্ত ১৬(ষোল) শতাংশ জমি রেজিষ্ট্রি করিয়া দেয়ার জন্য আমার বেয়াইন আরজু বেগম বোরহানউদ্দিন সাব-রেজিস্ট্রি অফিসে আসিলে নামজারী না থাকার দরুন দলিলটি রেজিস্ট্রি করা হয় নাই। তখন দুলাল আমাদের কে জানায় যে, নামজারী রেকর্ড করাইয়া আমার বেয়াইন বরাবরে জমি রেজিস্ট্রি করিয়া দিবে। কিন্তুু ভূমি দস্যু দুলাল জমি রেজিস্ট্রি না করিয়া দিয়া তালবাহানা করিতেছে। আমরা দুলাল কে জমি রেজিস্ট্রি করিয়া দেয়ার কথা বলিলে সে আজ দিব, কাল দিব, বলিয়া ঘুরাইতেছে। দুলাল আমাদের কে যে উক্ত ১৬ (ষোল) শতাংশ জমির সাফ কবলা দলিলের চুক্তি পত্র ও জমির দখল বুঝাইয়া দিয়াছে সেই মোতাবেক আমরা উক্ত জমিতে বাউন্ডারি নির্মানের জন্য ইট, বালি, ক্রয় করিয়া বাউন্ডারি নির্মান করতে গেলে। ভূমি দুস্যু দুলাল গং আমাদের নামে ভোলা কোর্টে এমপি-৩৮৭, তাং: ২৪/০১/২৫ইং তারিখে ৪৪/৪৫ মামলা করে। আমারা দুলালের দেওয়া সাফ কবলা চুক্তি দলিল আদালতে উপস্থিত করলে আদালত আমাদের পক্ষে রায় প্রদান করে।
এতে দুলাল আমাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে ভোলা কোর্টে এমপি-২১৬, তাং: ২৮/০৮/২০২৫ইং তারিখে চাদাবাজীর মামলা করে। এই মামলা কোট হইতে বোরহানউদ্দিন থানা পুলিশ কে তদন্ত করার নির্দেশ প্রদান করা হইলে। পুলিশ তদন্ত করিয়া মামলাটি মিথ্যা, বাটোয়াট ও উদ্দেশ্যে মুলক ভাবে রুজু করা হইয়াছে বলিয়া প্রতিয়মান হয় এবং আমাদের কে অব্যহতি দেয়া হয়।

প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,ভূমি দুস্যু ও মামলাবাজ দুলাল একের পর পর মামলা মোকদ্দমা করিয়া যখন ব্যর্থ। তখন সে আমাদের কে তার কাছ থেকে খরিদা জমির দলিল ও দখল উৎখাতের জন্য বিগত ২৬/০৯/২০২৫ইং তারিখ শুক্রবার আমি ও আমার ভাই সফিক স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করে বাড়ী ফেরার সময়। ভূমি দস্যু সন্ত্রাসী দুলালের নেতৃত্বে ২০/২৫ জন্য স্বসস্ত্র অস্ত্র ধারী লোকজন অতর্কিত আমার উপর হামলা করে মারধর করে। আমি তখন চিৎকার চেচামেচি করিলে আমার বাড়ী হইতে আমার স্ত্রী, আমার ভাইয়ের স্ত্রী সহ পরিবারের লোকজন ঘটনাস্থলে দৌড়াইয়া আসিলে। তাহাদের কে এলোপাথারি মারধর করে এবং বগি দা দিয়া কোপায় এবং আমার ভাই শফিক এর কান কেটে ফেলে এবং বাড়ীর মহিলাদের কেও মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর ফেলিয়া চলিয়া যায়। তখন স্থানীয়রা আমাদের কে প্রথমে বোরহানউদ্দিন পরবর্তীতে ভোলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করে। হাসপাতালে চিকিৎসা গ্রহণ করিয়া সংবাদ সম্মেলন করিতে বিলম্ব হইয়াছে।

প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,
ভূমি দুস্য, সন্ত্রাসী দুলাল আমাদের কে হয়রানি করতে একের পর এক মিথ্যা নাটক সাজিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিগত ২৮/০৯/২০২৫ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকা দৈনিক খরব প্রতিদিন এর পোর্টালে ৫ লক্ষ টাকা চাদাদাবী মর্মে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও ভূমি দুস্য দুলাল এর স্ত্রী ময়না বেগম এর স্বাক্ষাৎকারে প্রচারিত হয়। আমি উক্ত ভিডিও নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,
আপনারা সমাজের দর্পন। আপনারা প্রয়োজনে উপরোক্ত ঘটনাটি আরও গভীর ভাবে তদন্ত করে প্রকৃত সত্য ঘটনা আপনাদের স্ব স্ব পত্রিকায় তুলে ধরবেন বলে আমি আশা প্রকাশ করছি।
উপস্থিত সকল সাংবাদিক ভাইদের আমার মত ক্ষুদ্র মানুষের বক্তব্যটুকু সময় নিয়ে শ্রবন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।