ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সমাবেশস্থলে স্বাস্থ্যসেবা দিচ্ছে ড্যাবের ২ শতাধিক চিকিৎসক

মুহুর্মুহু স্লোগান আর বক্তব্যে মুখরিত হয়ে উঠেছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ ঘিরে স্বাস্থ্যসেবায় কাজ করছে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) দুই শতাধিক চিকিৎসক। সমাবেশে কেউ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা সেবাসহ নিত্যপ্রয়োজনীয় ওষুধও সরবরাহ করছে সংগঠনটি।

শনিবার (১০ ডিসেম্বর) ভোর থেকেই স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করেছে ড্যাব। চিকিৎসক নেতারা বলছেন, চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে সরকারের পতন চান তারা।

সরেজমিনে দেখা গেছে, সমাবেশকে ঘিরে ড্যাব ৭টি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে। তন্মধ্যে ৫টি ক্যাম্প সমাবেশস্থলে (স্টেডিয়ামের ভেতরে), বাকি ২টি ক্যাম্প পরিচালিত হচ্ছে সমাবেশের বাইরে। প্রতিটি ক্যাম্পেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি নেতা-কর্মীরা চিকিৎসা সেবাসহ সুপেয় পানি পান করতে আসছেন।

dhakapost

ড্যাব নেতা ডা. সৈয়দ মেহবুবুল কাদির  বলেন, গতকাল রাত থেকেই আমাদের চিকিৎসক নেতারা সমাবেশস্থলে অবস্থান করছে এবং চিকিৎসা সেবায় দিয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের দুই শতাধিক চিকিৎসক সমাবেশস্থলে কাজ করছেন। আমরা ক্যাম্পগুলোতে প্রাথমিক চিকিৎসা সেবাসহ ওষুধ দিচ্ছি। এর বাইরেও আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে, কারও কোনো জটিল সমস্যা দেখা দিলে আমরা তাকে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করবো।

তিনি বলেন, আমাদের দাবি একটাই, আমরা বর্তমান সরকারের পতন চাই। সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন করতে চাই।

আরেক ড্যাব নেতা ডা. জাকারিয়া মাহমুদ বলেন, আমাদের কাছে বেশি আসছে জ্বর, সর্দি, মাথা ব্যথা নিয়ে। কারও ফুড পয়জনিং হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে। আমরা তাদের তাৎক্ষণিক চিকিৎসা দিচ্ছি। গ্যাসের ট্যাবলেট, প্রেসারের ওষুধ দিচ্ছি, নাপা-প্যারাসিটামলসহ বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছি।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

সমাবেশের মঞ্চে এরই মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমরান খানের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বড় অভিযান চালানোর শঙ্কা

সমাবেশস্থলে স্বাস্থ্যসেবা দিচ্ছে ড্যাবের ২ শতাধিক চিকিৎসক

আপডেট সময় ১২:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

মুহুর্মুহু স্লোগান আর বক্তব্যে মুখরিত হয়ে উঠেছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ ঘিরে স্বাস্থ্যসেবায় কাজ করছে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) দুই শতাধিক চিকিৎসক। সমাবেশে কেউ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা সেবাসহ নিত্যপ্রয়োজনীয় ওষুধও সরবরাহ করছে সংগঠনটি।

শনিবার (১০ ডিসেম্বর) ভোর থেকেই স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করেছে ড্যাব। চিকিৎসক নেতারা বলছেন, চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে সরকারের পতন চান তারা।

সরেজমিনে দেখা গেছে, সমাবেশকে ঘিরে ড্যাব ৭টি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে। তন্মধ্যে ৫টি ক্যাম্প সমাবেশস্থলে (স্টেডিয়ামের ভেতরে), বাকি ২টি ক্যাম্প পরিচালিত হচ্ছে সমাবেশের বাইরে। প্রতিটি ক্যাম্পেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি নেতা-কর্মীরা চিকিৎসা সেবাসহ সুপেয় পানি পান করতে আসছেন।

dhakapost

ড্যাব নেতা ডা. সৈয়দ মেহবুবুল কাদির  বলেন, গতকাল রাত থেকেই আমাদের চিকিৎসক নেতারা সমাবেশস্থলে অবস্থান করছে এবং চিকিৎসা সেবায় দিয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের দুই শতাধিক চিকিৎসক সমাবেশস্থলে কাজ করছেন। আমরা ক্যাম্পগুলোতে প্রাথমিক চিকিৎসা সেবাসহ ওষুধ দিচ্ছি। এর বাইরেও আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে, কারও কোনো জটিল সমস্যা দেখা দিলে আমরা তাকে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করবো।

তিনি বলেন, আমাদের দাবি একটাই, আমরা বর্তমান সরকারের পতন চাই। সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন করতে চাই।

আরেক ড্যাব নেতা ডা. জাকারিয়া মাহমুদ বলেন, আমাদের কাছে বেশি আসছে জ্বর, সর্দি, মাথা ব্যথা নিয়ে। কারও ফুড পয়জনিং হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে। আমরা তাদের তাৎক্ষণিক চিকিৎসা দিচ্ছি। গ্যাসের ট্যাবলেট, প্রেসারের ওষুধ দিচ্ছি, নাপা-প্যারাসিটামলসহ বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছি।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

সমাবেশের মঞ্চে এরই মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন।