পাবনা জেলার চাটমোহর উপজেলার কচুগাড়ী গ্রামে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘UniBrains of KOCHUGARI’ এ প্রোগ্রামের আয়োজন করে।
কচুগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রজনী আফরোজ বর্ণার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক এস. এম. মনিরুজ্জামান আকাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কামরুল ইসলাম, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক শিক্ষার্থী মো. নিবির আহমেদ হাসু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এইচ. এম. মিকাঈল এবং উত্তরা ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী নাজমুন নাফিস।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মনিরুজ্জামান আকাশ বলেন, “আসলে শিক্ষিত যুবসমাজই পারে একটি সমাজকে পরিবর্তন করতে। আজকের প্রোগ্রামের আয়োজকরা এক মহৎ উদ্যোগ নিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি, আয়োজকবৃন্দ ভবিষ্যতেও এই ধরনের প্রোগ্রাম আয়োজন অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আহনাফ আবিদ অয়ন, নর্দান ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থী মো. কাউসার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রজনী আফরোজ বর্ণা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসানসহ অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে ডুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, “আমাদের আজকের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—গ্রামীণ শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো, প্রস্তুত করা এবং তাদের সম্ভাবনার দরজাগুলো উন্মুক্ত করা। এই সফল আয়োজন প্রমাণ করবে, সুযোগ দিলে প্রতিভা শুধুই উঠে আসে না, নেতৃত্বেও দাঁড়ায়। আমরা আশা করি, এই উদ্যোগ কচুগাড়ী থেকে শুরু হলেও এর প্রভাব ছড়িয়ে যাবে সমগ্র বাংলাদেশে, এমনকি বিশ্বজুড়ে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।”
প্রোগ্রামটিতে স্থানীয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চশিক্ষার দিকনির্দেশনা বিষয়ে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান বক্তারা।