ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলা-মহানগর আ’লীগের নেতৃত্বে যারা

দীর্ঘ ছয় বছর পর সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন হয়েছে। এতে মহানগরের সভাপতি এহতেশামুল আলম জেলা কমিটির সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল দ্বিতীয় বারের মতো এবারও সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পেয়েছেন।

এছাড়া মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু মহানগরের সভাপতি এবং মহানগরের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত দ্বিতীয় বারের মতো এবারও সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পেয়েছেন।

নতুন জেলা কমিটির আগে সভাপতির দায়িত্বে ছিলেন এডভোকেট জহিরুল হক খোকা। তিনি এবার কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু সাঈদ দীন ইসলাম ফখরুল।

এর আগে শনিবার দুপুরে নগরীর সার্কিট হাউস ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসিম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো. শরীফ আহমেদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবুসহ প্রমুখ।

সম্মেলনকে সফল করতে এদিন ভোর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। নারীদের বিভিন্ন গ্রুপ এক রঙের শাড়ি, পুরুষেরা তাদের নেতার ছবি সংবলিত গেঞ্জি পরে সমাবেশস্থলে হাজির হন। পছন্দের নেতাকে সভাপতি-সম্পাদক দেখতে চেয়ে দেন স্লোগান।

বেলা ১২টার দিকে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। সমাবেশ শেষে কমিটি গঠন করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ জেলা-মহানগর আ’লীগের নেতৃত্বে যারা

আপডেট সময় ০৬:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২

দীর্ঘ ছয় বছর পর সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন হয়েছে। এতে মহানগরের সভাপতি এহতেশামুল আলম জেলা কমিটির সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল দ্বিতীয় বারের মতো এবারও সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পেয়েছেন।

এছাড়া মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু মহানগরের সভাপতি এবং মহানগরের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত দ্বিতীয় বারের মতো এবারও সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পেয়েছেন।

নতুন জেলা কমিটির আগে সভাপতির দায়িত্বে ছিলেন এডভোকেট জহিরুল হক খোকা। তিনি এবার কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু সাঈদ দীন ইসলাম ফখরুল।

এর আগে শনিবার দুপুরে নগরীর সার্কিট হাউস ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসিম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো. শরীফ আহমেদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবুসহ প্রমুখ।

সম্মেলনকে সফল করতে এদিন ভোর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। নারীদের বিভিন্ন গ্রুপ এক রঙের শাড়ি, পুরুষেরা তাদের নেতার ছবি সংবলিত গেঞ্জি পরে সমাবেশস্থলে হাজির হন। পছন্দের নেতাকে সভাপতি-সম্পাদক দেখতে চেয়ে দেন স্লোগান।

বেলা ১২টার দিকে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। সমাবেশ শেষে কমিটি গঠন করা হয়।