যে পোল্যান্ডকে হারিয়ে নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা। সে দেশের রেফারি সাইমন মারসিনিয়াক পরিচালনা করবেন এ ম্যাচ। এ রেফারির পরিচালনায় আগেও ম্যাচ খেলেছিল দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পরের দিনই শুরু হচ্ছে নকআউট পর্বের ম্যাচ। নকআউট পর্বের প্রথম দিনেই আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে আস্ট্রেলিয়া।
যে পোল্যান্ডকে হারিয়ে নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা। সে দেশের রেফারি সাইমন মারসিনিয়াক পরিচালনা করবেন এ ম্যাচ। এ রেফারির পরিচালনায় আগেও ম্যাচ খেলেছিল দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
২০১৮ সালের বিশ্বকাপে মারসিনিয়াক দায়িত্ব পালন করেন আর্জেন্টিনা-আইসল্যান্ডের ম্যাচে। ওই ম্যাচে আলবিসেলেস্তেদের পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি। সে পেনাল্টি থেকে গোল করতে পারেননি লিওনেল মেসি।
২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেফারি হিসেবে ইউয়েফায় ক্যারিয়ার শুরু করেন মারসিনিয়াক। এছাড়া দীর্ঘদিন ধরে পোল্যান্ডের পেশাদার ফুটবল রেফারি হিসেবে বিভিন্ন ম্যাচ পরিচালনা করে আসছেন তিনি।