কুমিল্লা ব্যাটালিয়ন (১০বিজিবি)র একটি দল অভিযান ৪০ হাজার পিস ইয়াবা আটক করেছে। আটককৃত ইয়াবার মূল্য এক কোটি বিশ লাখ টাকা।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্হ বৌয়ারা বাজার বিওপি এর বিশেষ টহলদল বড় এই চালানটি আটক করে।
রাতে কুমিল্লা ব্যাটালিয়ন(১০ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর আরাফাত হোসেন অনি এশিয়ান টিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্হ বৌয়ারা বাজার বিওপি এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে টহলদল সীমান্ত পিলার ২০৮৫/২-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সূর্যনগর নামক স্হান থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করে।আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
উল্লেখ্য, বিজিবি দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে, যা সীমান্ত এলাকার নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আটককৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্হা গ্রহনের প্রক্রিয়া চলছে।