পটুয়াখালীর বাউফলে কাছিপাড়া ইউনিয়ন এর আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের জমিদাতা এবং অন্যতম প্রতিষ্ঠাতা প্রাক্তন সভাপতি মরহুম আলহাজ্ব মোঃ সামসুল আলম আকন ০৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ০১:৩০ মিনিটে আনারকলি মাধ্যমিক বিদ্যালয় আয়োজনে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এ স্মরণ সভার অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম হারুন এর সভাপতিত্বে কাছিপাড়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান , সাবেক প্রধার শিক্ষক, সহকারী শিক্ষক কবির হোসেন দুলাল ,সহ স্কুলের সমস্ত শিক্ষক ও, খোরশেদুল আলম সুজন , সহ স্কুলের সকল ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আলহাজ্ব মোঃ শামসুল আলম আকন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন।
এবং অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং যারা এই ইস্কুলের বেতন পরীক্ষা ফি দিতে পারতো না ছাত্র-ছাত্রীদের ফি তিনি নিজে দিতেন।
এবং অন্যান্য শিক্ষকরা বলেন তিনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন এবং অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন।
ও এই সমাজের অনেক উন্নয়নমূলক কাজে তার ভূমিকা অপরিসীম তার শূন্যতা কখনোই পূরণ হবার মতো নয়।