১৪ই এপ্রিল ২০২৫ সোমবার গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়।
পহেলা বৈশাখ উদযাপন করতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বর্ণিল সাজে সুসজ্জিত হয়ে একটি আনন্দ শোভা যাত্রায় অংশ নেয়।আনন্দ শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রয়াত ও প্রভাবশালী চেয়ারম্যান জনাব মোঃকলিম উদ্দিন চেয়ারম্যান বাড়ি ও চেয়ারম্যান বাড়ি মোড় সহ বিদ্যালয়ের চারদিকে ঘুরে বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। এই শোভযাত্রায় অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অভিভাবক ও বিদ্যালয়ের পিটিআই কমিটির সদস্যবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।
এই শোভযাত্রাটির নেতৃত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মাহবুবুর রহমান।সহযোগিতায় ছিলেন বিদ্যালয়টি সহকারী শিক্ষক জনাব সেলিমা রেজা,জনাব নাজমুল ইসলাম,জনাব খলিলুর রহমান, জনাব হাবিবুল্লাহ,জনাব উম্মে হাবিবা,জনাব আইরিন সুলতানা,জনাব জান্নাতুল ফেরদৌস,জনাব আইরিন সুলতানা,জনাব জান্নাতুল ফেরদৌস ও জনাব অনামিকা। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলা নববর্ষ সম্পর্কে তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তারপর সংগীত ও নৃত্য পরিবেশন শেষে প্রত্যেককে বাংলা বর্ষবরণের বাঙ্গালীয়ানা প্রিয় খাবার জিলাপি মুড়ি ও তরমুজ খাওয়ানো হয়।অনুষ্ঠান শেষে সকলেই খুশি মনে বাড়ি ফিরে।
উল্লেখ্য যে,বাংলা ১৩৭১ সালে বৈশাখের ১ তারিখে রমনার বটমূলে ছয়ানট শিল্প গোষ্ঠী বাংলা নববর্ষ পালন শুরু করে।সেই থেকেই পহেলা বৈশাখ বাঙ্গালীদের জাতীয় উৎসবে পরিণত হয়েছে।
গাজীপুর কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বর্ষবরণ
-
কবির আকন্দ(শ্রীপুর প্রতিনিধি):
- আপডেট সময় ০৬:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- ৫২৬ বার পড়া হয়েছে