(১৪ এপ্রিল সোমবার) বগুড়ার গাবতলীতে সজল মিয়া হত্যা মামলার পলাতক আসামী সিরাজুল ও সাইফুল ইসলাম কে পুলিশ গ্রেফতার করে জেল হাজুতে প্রেরন করে। জানাগেছে গত বছরের ৮ ডিসেম্বর বগুড়ার গাবতলী উপজেলা সুখানপুকুর ইউনিয়নের তেলীহাটা গ্রামে জমিতে শ্যালো মেশিন দ্বারা পানি সেচের ধানের ভাগ বাটোয়ার নিয়ে সজল মিয়া খুন হন। গত বছরের ৯ ডিসেম্বর সজল মিয়ার স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে একই গ্রামের পাঁচ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলার পলাতক আসামী সিরাজুল ইসলাম ও শরিকুল ইসলামকে ১৩ এপ্রিল গতকাল রবিবার দিবাগত গভীর রাতে সোনাতলা উপজেলার বাশআটা জামাই বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জেলহাজুতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সুজল চন্দ্র জানাই, সজল মিয়া হত্যা মামলার এক আসামীকে পূর্বে গ্রেফতার করে জেল হাজুতেপ্রেরণ করা হয়েছিল। ১৪ এপ্রিল দুইজনকে গ্রেফতার করে জেল হযরতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া গাবতলীতে ২ হত্যা মামলার আসামী গ্রেপ্তার
-
আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া
- আপডেট সময় ০৬:৫৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- ৫২২ বার পড়া হয়েছে