সোমবার(১৪-এপ্রিল) ২০২৫ সকাল ০৯:০০-০৯:৪৫ ঘটিকা পর্যন্ত শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে টিএনটির মোড় হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত বাংলা শুভ নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে (জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে) মঙ্গল শোভাযাত্রা (৫০০/৬০০) অনুষ্ঠিত হয়।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় , জাজিরা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মজিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ দুলাল আকন্দ, উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব বজলুর রশিদ সিকদার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব মোঃ রুবেল বেপারীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, মঙ্গল শোভাযাত্রা চলাকালীন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।