ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে এসএসসি পরীক্ষা নকলমুক্ত কেন্দ্র কুমিল্লা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ৬ আইনজীবী কারাগারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “ব্লু ইকোনমি” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত রাজবাড়ীতে আশু ভরদ্বাজ স্মরণে সভা পীরগঞ্জে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৪ জাবিতে ৯ শিক্ষক বরখাস্তের নোটিশ এক মাসেও জারি হয়নি তোফায়েলের পালক পুত্রের ৩৪ কোটি টাকার সম্পদ, দুদকের মামলা  গাজীপুরে জায়েন্ট টেক্সটাইল লিমিটেডে সন্ত্রাসী হামলা , থানায় অভিযোগ সাতক্ষীরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন

কালবৈশাখী ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়

ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর ৮টি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ে। এতে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সড়কে যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

ঝড়ে ক্ষতিগ্রস্ত খুঁটিগুলোর মধ্যে বেশ কয়েকটি ভালুকা-মল্লিকবাড়ী সড়কের ওপর এবং পাশের একটি মাছের ফিশারিতে পড়ে যায়। এতে সড়কটি অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা জানান, ভাঙা খুঁটিগুলো টাঙ্গাইলের সখিপুর পর্যন্ত নির্মাণাধীন ৩৩ কেভি সঞ্চালন লাইনের অংশ ছিল, যা সম্প্রতি স্থাপন করা হয়েছিল। তবে লাইন চালু হওয়ার আগেই ঝড়ে তা ধ্বংস হয়।

এছাড়া, মল্লিকবাড়ী এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী পুরাতন কয়েকটি খুঁটিও উপড়ে পড়ে, ফলে আশেপাশের গ্রামগুলোতে রাতভর বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় বাসিন্দাদের।

ভালুকা বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত খুঁটিগুলোর মেরামত কাজ দ্রুত শুরু করা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল করার চেষ্টা চলছে। তিনি বলেন, “ঝড়ের তীব্রতায় নতুন ও পুরাতন উভয় ধরনের খুঁটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পুরো এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করছি।”

অন্ধকারে পড়ে থাকা স্থানীয় বাসিন্দারা অসুবিধার কথা জানিয়ে দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেন, নতুন খুঁটিগুলো যথেষ্ট মজবুতভাবে স্থাপন করা হয়নি, যা সামান্য ঝড়েই ভেঙে পড়েছে।

পিডিবি সূত্রে জানা গেছে, ঝড়-তাণ্ডবের কারণে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ টিম কাজ করছে। নতুন লাইনের নির্মাণকাজও পুনর্বহাল করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নবীনগরে এসএসসি পরীক্ষা নকলমুক্ত কেন্দ্র

কালবৈশাখী ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়

আপডেট সময় ০৩:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর ৮টি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ে। এতে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সড়কে যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

ঝড়ে ক্ষতিগ্রস্ত খুঁটিগুলোর মধ্যে বেশ কয়েকটি ভালুকা-মল্লিকবাড়ী সড়কের ওপর এবং পাশের একটি মাছের ফিশারিতে পড়ে যায়। এতে সড়কটি অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা জানান, ভাঙা খুঁটিগুলো টাঙ্গাইলের সখিপুর পর্যন্ত নির্মাণাধীন ৩৩ কেভি সঞ্চালন লাইনের অংশ ছিল, যা সম্প্রতি স্থাপন করা হয়েছিল। তবে লাইন চালু হওয়ার আগেই ঝড়ে তা ধ্বংস হয়।

এছাড়া, মল্লিকবাড়ী এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী পুরাতন কয়েকটি খুঁটিও উপড়ে পড়ে, ফলে আশেপাশের গ্রামগুলোতে রাতভর বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় বাসিন্দাদের।

ভালুকা বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত খুঁটিগুলোর মেরামত কাজ দ্রুত শুরু করা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল করার চেষ্টা চলছে। তিনি বলেন, “ঝড়ের তীব্রতায় নতুন ও পুরাতন উভয় ধরনের খুঁটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পুরো এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করছি।”

অন্ধকারে পড়ে থাকা স্থানীয় বাসিন্দারা অসুবিধার কথা জানিয়ে দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেন, নতুন খুঁটিগুলো যথেষ্ট মজবুতভাবে স্থাপন করা হয়নি, যা সামান্য ঝড়েই ভেঙে পড়েছে।

পিডিবি সূত্রে জানা গেছে, ঝড়-তাণ্ডবের কারণে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ টিম কাজ করছে। নতুন লাইনের নির্মাণকাজও পুনর্বহাল করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।