ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বাহিনী কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার দেবপুর দরবার শরীফের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়া নেতানিয়াহু’র কুশপুত্তলিকা দাহ করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলার দেবপুর দরবার শরীফের সামনে থেকে বাকিলা বাজার হয়ে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। এই সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়া নেতানিয়াহু’র কুশপুত্তলিকা দাহ করেন স্থানীয় তৌহিদী জনতা।
সমাবেশের বক্তব্য রাখেন, দেবপুর দরবার শরীফের পীর মুফতি নূর মোহাম্মদ আরেফিন,রামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, মাওলানা জিসান আলম, মাওলানা জিল্লুর রহমান। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন মুসলিম তৌহিদী জনতাগন।
এ সময় বক্তারা, ইসরাইলের সকল পণ্য বয়কটসহ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর কর্তৃক দ্রুত এসব হত্যাযজ্ঞ ও হামলা বন্ধের দাবি জানান। এ ছাড়াও বিশ্বের সকল মুসলিমদের কে এক হয়ে ফিলিস্তিনি মুসলমানদের রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।