খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের মোমিনপুর গ্রামে অভিযান চালিয়ে (৭ এপ্রিল) গভীর রাতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজীকে আটক করেছে। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা, ইয়াবা, বাংলা মদ, যৌন উত্তেজক ঔষধ, দেশীয় অস্ত্র, গাঁজা পরিমাপের মেশিন, ৬টি মোবাইল ফোন এবং নগদ ২৮ হাজার ৯৫ টাকা উদ্ধার করেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজী দীর্ঘদিন যাবৎ খুলনার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
বাংলাদেশ নৌবাহিনী আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে অসছে। অভিযান পরিচালনার সময় পুলিশ অংশগ্রহণ করে। আটককৃত মুরাদ গাজীর বিরুদ্ধে ইতোপূর্বে দিঘলিয়া থানায় মাদক মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা যায়।
আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজীর নিকট থেকে জব্দকৃত মাদক , আস্ত্র ও মোবাইল সহ অন্যান্য মালামাল সহ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।