ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং এ হামলা-আগ্রাসন অবিলম্বে বন্ধের দাবিতে
সারাদেশ ব্যাপী হরতাল-কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগরীর ২৭নং ওয়ার্ড
চৌয়ারায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে চৌয়ারা এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষদের নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অধ্যাপক সাইফুল হক চৌধুরীর পরিচালনায়, চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-চৌয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ-মাও.সফিকুল আমিন পাটোয়ারী।
এ প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, চৌয়ারা এমএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,কুমিল্লা মানবাধিকার নেতা-আব্দুল হান্নান।
চৌয়ারা মহিলা দাখিল মাদ্রাসার প্রতিনিধি-মাও.আলী হোসাইন, চৌয়ারা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকরামুল হক রনি, চৌয়ারা তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসার প্রতিনিধি বেলায়েত হোসাইন, চৌয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাইনুল হোসেন সোহাগ,চৌয়ারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো.ওসমান গনি শাহআলম, মো.আব্দুস সালাম শাহআলম, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন সহ অন্যান্যরা উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন।