ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফিলিস্তিনের গাজায় উগ্র সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত নির্বিচারে গনহত্যা ও উপর্যুপরি বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ইসলামি ছাত্রশিবিরের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।“হে মুসলিম উম্মাহ্ যুদ্ধের জন্য প্রস্তুতি নাও-আমিও যুদ্ধে শহীদ হতে প্রস্তুত”এছাড়াও Free Free-Palestine এ জাতীয় নানা স্লোগানে মুখরিত ছিল পুরো শহর। বিক্ষোভ মিছিলে অংশ নিতে শহরের পূর্ব চৌরাস্তায় বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে থাকে বিক্ষোভকারী ছাত্র-জনতা। বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি শহরের পূর্ব চৌরাস্তায় কিছুক্ষণ অবস্থান করে পরে শেষ হয়।
একই প্রতিবাদে পৃথক পৃথকভাবে শহরসহ গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, সামাজিক সংগঠন, সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও দিনের বিভিন্ন সময়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।