কুমিল্লার মনোহরগঞ্জে ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ ২৪০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে কারিতাস বাংলাদেশ। বাংলাদেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব জেলায় বন্যা ২০২৪ এ ক্ষতিগ্রস্থদের জরুরী ও পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের আওতায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্থদের জীবিকা পুনরুদ্ধারে এ সহায়তা প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় মনোহরগঞ্জের খিলা ও মৈশাতুয়া ইউপির ২৪০টি পরিবারকে নগদ এ্যাপস এর মাধ্যমে ছয় হাজার টাকা প্রদানের কথা জানান কারিতাস বাংলাদেশ ঢাকা অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. মাইকেল রোজারিও। টাকা হাতে পেয়ে খুশি সুবিধাভোগী পরিবারের সদস্যরা কারিতাস বাংলাদেশ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সোমবার এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. সৌরভ রোজারি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফজালুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী সুলতান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন খিলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান, মৈশাতুয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন মোল্লাসহ সুবিধাভোগীরা।
সংবাদ শিরোনাম ::
বন্যায় ক্ষতিগ্রস্থ মনোহরগঞ্জের ২ শতাধিক পরিবারকে কারিতাস বাংলাদেশের আর্থিক সহায়তা
-
কবির হোসেন শান্ত, স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- ৫৪০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ