পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে এসময় বুড়িমারী স্থলবন্দরের আমদানি -রপ্তানিসহ সব ধরনের বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
বুড়িমারী স্থলবন্দরের আমদানি -রপ্তানিকারক এসোসিয়েশন সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেন।
বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফারুক হোসেন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত আমদানি- রপ্তানি বন্ধ ছিল। আজ (৬ এপ্রিল) সকাল থেকেই শুরু হয় আমদানি রপ্তানি। ফলে বন্দর এলাকায় কাজের যে ব্যস্ততা সেটি লক্ষ করা যায়।
বুড়িমারী ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতরে টানা ৮ দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এ সময় যাত্রীদের চাপ ছিল না তারপরও উভয় দেশের যাত্রীদের দুর্ভোগ কমাতে আমাদের ইমিগ্রেশন সার্বক্ষণিকভাবে সতর্ক অবস্থায় এবং কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান জানান, এবার ঈদুল ফিতরে টানা ৮ দিন ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি -রপ্তানি বন্ধ ছিল। রবিবার সকাল ১০ টা থেকেই পুনরায় স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি -রপ্তানি।