নরসিংদীর মাধবদী থানার ডৌকাদী গ্রামে স্হানীয় কবরস্থানের জমি দান করাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে কুলসুম বেগম (৪০),সিরাজুল ইসলাম (৪৫) ও শাহীন মিয়া ( ৩৫) কে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুন্নী আক্তার(৩৫),
আব্দুস সাত্তার(৪০),খোকন মিয়া (৩৫) কে
চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের স্বজনরা জানান, ডৌকাদি গ্রামের সামাজিক কবরস্থানে এক শতাংশ জমি দান করা নিয়ে শাহীন ও মোখলেছের পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য সালিশ হলেও সমস্যার কোন সমাধান হয়নি। শনিবার ফের সালিশি বৈঠক বসলে কবরস্থানের পাশে শাহীনের পরিবারকে এক শতাংশ জমি দিয়ে দিলে মোখলেছের পরিবারের পক্ষ থেকে শাহীনের পরিবারকে তাদের বাড়ির পাশে এক শতাংশ জমি দেবার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মোখলেছের পরিবার প্রত্যাখান করলে সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়।। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে নারীসহ ১০ জন আহত হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম গণমাধ্যম কে জানান, এ সংঘর্ষের ব্যাপারের থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।
নরসিংদীর মাধবদীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০
-
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
- আপডেট সময় ০৪:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- ৫২২ বার পড়া হয়েছে