পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পরবর্তী ঈদ যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন কোম্পানিগঞ্জ বাস ট্রার্মিনালে বিভিন্ন পরিবহন কাউন্টারে যাত্রীসেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত রেখেছে। গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে কোম্পানিগঞ্জ বাস ট্রার্মিনালে বিভিন্ন পরিবহণ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রুখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন এর নেতৃত্বে, পুলিশ, সঙ্গিয় ব্যাটালিয়ন আনসার ফোর্সদের সহযোগিতায় কোম্পানিগঞ্জ বাস স্টেশনের বিভিন্ন পরিবহন কাউন্টারে ২ দিন ব্যাপি আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রথম দিন BRTA কতৃক নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৪ ধারা লঙ্ঘনের দায়ে ৮০ ধারায় ২ টি মামলায় মোট ১৫,০০০/- অর্থদন্ড দেওয়া হয়।পাশাপাশি যাত্রীদের নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের নিকট ফেরত প্রদান করা হয়। দ্বিতীয় দিন কোন অভিযোগ পাওয়া না গেলেও যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সেজন্য সকল পরিবহন কাউন্টারকে সতর্ক করা হয়েছে। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, ঈদ পরবর্তী নির্বিঘ্নে যাত্রীসেবার মান নিশ্চিত করতে এ সতর্কতামূলক অভিযান চালানো হচ্ছে। সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রতিটি বাসে নির্ধারিত ভাড়া স্পষ্টভাবে চার্ট টানানো বাধ্যতামূলক। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।যানবাহনের স্বাভাবিক গতি বজায় রাখতে হাইওয়ের উপর স্থাপিত অবৈধ বাজার ও সিএনজি, অটো-রিকশা সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয়, পাশাপাশি অবৈধ গাড়ি পার্কিং অপসারণ করা হয়।
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে কুমিল্লা কোম্পানিগঞ্জ বাস টার্মিনালে অভিযান
-
মিজানুর রহমান কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি
- আপডেট সময় ১১:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- ৫৪৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ