ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়া গাজাসহ আটক ২ নোয়াখালী সেনবাগে এমপি মোরশেদ আলমসহ আওয়ামী লীগের ২৫ জন কে আসামি করে অজ্ঞাত ৬০ জনসহ মোট ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রাঙ্গাবালীতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও কলম বিতরণ চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে মিথ্যা খবরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ৬টি ভেকু জব্দ করেছে প্রশাসন বিদায় সুন্দর পৃথিবী পোস্টের পর পাওয়া গেল জেরিনের ঝুলন্ত মরদেহ আত্রাইয়ে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্টিত লালমনিরহাটে বিদ্যালয়ের খেলার মাঠে হাট বসানোর চেষ্টা বিএনপি নেতার, ইউএনও বরাবর অভিযোগ মিঠাপুকুর এসএসসি ও সমমানের পরিক্ষা শান্তিপুন্য ভাবে অনুষ্ঠিত পায়রাকুঞ্জে ব্রিজ নির্মানের টাকা আত্মসাতকারীদের বিচার দাবীতে মানববন্ধন

দ্বিগুণ ভাড়া নেওয়ার খবরে বাসে অভিযান, বাড়তি ভাড়া ফেরত

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছিল বাসের লোকজন।

এমন অভিযোগ পেয়ে  নেত্রকোনার মোহনগঞ্জ বাসস্ট্যান্ডে  অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযান টের পেয়ে প্রায় সবগুলো বাসের কাউন্টার বন্ধ করে টিকেট সংশ্লিষ্টরা সটকে পড়ে। পরে বিভিন্ন মাধ্যমে খবর দিয়ে তাদের কাউন্টারে আনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের  গত শুক্রবার রাতে ও শনিবার বিকেলে পৌর শহরের নওহাল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ চলাচলকারী বাসগুলোতে দ্বিগুণ দামে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করছিল। অন্যন্য সময় প্রতিজন ঢাকায় ৪০০ টাকা করে ও নারায়ণগঞ্জ ৪৫০ টাকায় যাতায়াত করতো। বর্তমানে ঢাকায় ৬০০ টাকা ও নারায়ণগঞ্জে ৯০০ টাকা করে নেওয়া হচ্ছিল।

এসময় নারায়ণগঞ্জগামী ঐশী পরিবহন নামে একটি বাসের ১২০ জন যাত্রীর কাছ থেকে নেওয়া ভাড়ার অতিরিক্ত টাকা বাস কর্তৃপক্ষের থেকে আদায় করে ফেরত দেওয়া হয়। অন্যদিকে ঢাকাগামী ইরফান পরিবহন নামে একটি বাসকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাড়া ফেরত পাওয়া যাত্রী রফিকুল মিয়া বলেন, সবসময় ৪৫০ টাকা করে নারায়ণগঞ্জ যাওয়া আসা করি। এবার ঈদ উপলক্ষে ৯০০ টাকা করে আমাদের থেকে নেওয়া হচ্ছে। আমরা তাদের কাছে জিম্মি। উপায় না দেখে পরিবারের ১০ সদস্যর জন্য ৯ হাজার টাকায় ১০টি টিকেট কিনেছিলাম।  এখন অতিরিক্ত নেওয়া টাকা সহকারী কমিশনারের মাধ্যমে ফেরত পেয়েছি। এমন অভিযান সব সময় চললে যাত্রীদের জন্য ভালো হতো।
সহকারী কমিশনার  এম এ কাদের বলেন,  ঈদ-পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে স্টেশনগুলোতে।  সাধারণ মানুষের কাছ থেকে যেন ভাড়া বেশি না নেওয়া হয় সে জন্য মনিটরিং করছি। সেই সঙ্গে যাত্রীদের সঙ্গে কথা বলছি। যাঁদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে তাঁদের টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা নিচ্ছি এবং সতর্ক করা হচ্ছে। এরপরও যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি-বাস কাউন্টারে টিকেট মনিটরিং করছেন এম এ কাদেরদ্বিগুণ ভাড়া নেওয়ার খবরে বাসে অভিযান, বাড়তি ভাড়া ফেরত

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়া গাজাসহ আটক ২

দ্বিগুণ ভাড়া নেওয়ার খবরে বাসে অভিযান, বাড়তি ভাড়া ফেরত

আপডেট সময় ১১:১৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছিল বাসের লোকজন।

এমন অভিযোগ পেয়ে  নেত্রকোনার মোহনগঞ্জ বাসস্ট্যান্ডে  অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযান টের পেয়ে প্রায় সবগুলো বাসের কাউন্টার বন্ধ করে টিকেট সংশ্লিষ্টরা সটকে পড়ে। পরে বিভিন্ন মাধ্যমে খবর দিয়ে তাদের কাউন্টারে আনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের  গত শুক্রবার রাতে ও শনিবার বিকেলে পৌর শহরের নওহাল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ চলাচলকারী বাসগুলোতে দ্বিগুণ দামে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করছিল। অন্যন্য সময় প্রতিজন ঢাকায় ৪০০ টাকা করে ও নারায়ণগঞ্জ ৪৫০ টাকায় যাতায়াত করতো। বর্তমানে ঢাকায় ৬০০ টাকা ও নারায়ণগঞ্জে ৯০০ টাকা করে নেওয়া হচ্ছিল।

এসময় নারায়ণগঞ্জগামী ঐশী পরিবহন নামে একটি বাসের ১২০ জন যাত্রীর কাছ থেকে নেওয়া ভাড়ার অতিরিক্ত টাকা বাস কর্তৃপক্ষের থেকে আদায় করে ফেরত দেওয়া হয়। অন্যদিকে ঢাকাগামী ইরফান পরিবহন নামে একটি বাসকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাড়া ফেরত পাওয়া যাত্রী রফিকুল মিয়া বলেন, সবসময় ৪৫০ টাকা করে নারায়ণগঞ্জ যাওয়া আসা করি। এবার ঈদ উপলক্ষে ৯০০ টাকা করে আমাদের থেকে নেওয়া হচ্ছে। আমরা তাদের কাছে জিম্মি। উপায় না দেখে পরিবারের ১০ সদস্যর জন্য ৯ হাজার টাকায় ১০টি টিকেট কিনেছিলাম।  এখন অতিরিক্ত নেওয়া টাকা সহকারী কমিশনারের মাধ্যমে ফেরত পেয়েছি। এমন অভিযান সব সময় চললে যাত্রীদের জন্য ভালো হতো।
সহকারী কমিশনার  এম এ কাদের বলেন,  ঈদ-পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে স্টেশনগুলোতে।  সাধারণ মানুষের কাছ থেকে যেন ভাড়া বেশি না নেওয়া হয় সে জন্য মনিটরিং করছি। সেই সঙ্গে যাত্রীদের সঙ্গে কথা বলছি। যাঁদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে তাঁদের টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা নিচ্ছি এবং সতর্ক করা হচ্ছে। এরপরও যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি-বাস কাউন্টারে টিকেট মনিটরিং করছেন এম এ কাদেরদ্বিগুণ ভাড়া নেওয়ার খবরে বাসে অভিযান, বাড়তি ভাড়া ফেরত