শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, জনগণই সকল নেতৃত্বের মূল হাতিয়ার। তাই জনগণকে সাথে নিয়ে আমাদের দেশ গড়ার স্বপ্ন পূরন করতে হবে। তিনি বলেন বিএনপি একটি বৃহত শক্তিশালী রাজনৈতিক সংগঠন। এ দলে কোন সন্ত্রাসী, টেন্ডারবাজি, চাঁদাবাজির স্থান হবে না। তিনি বিএনপি এর অংগ সংগঠনের সকল নেতা-কমীদের পাহাড়া দিয়ে জনগণের জান মাল রক্ষার আহবান জানান।
গত ৪ এপ্রিল বিকেল ৫টায় বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলাহ নুরজাহান পার্কের সামনে এক পথসভায় প্রধান আতিথির বক্তব্যে একথা বলেন। ইউনিয়ন বিএনপি নেতা কবির হোসেনের সভাপতিত্বে আন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা ফারুক গাজী ও সুজন মিয়া প্রমুখ।