পটুয়াখালীর দুমকিতে বৃদ্ধ মাকে কুপিয়ে জখম করায় ছেলেসহ ৩ জনকে আসামী করে বৃহস্পতিবার রাতে দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং ০১।
উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।
মামলার এজাহার ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার মৃত আজিজ হাওলাদার স্ত্রী রাজিয়া বেগম। দীর্ঘ ২৬ বছর ছেলে আব্দুল জলিল হাওলাদার মাকে খাবার ও ভরনপোষণ না দেয়ায় নিরুপায় হয়ে মেয়ে আছিয়ার বাড়িতে আশ্রয় নেন অভাগী মা। মেয়ের শ্বশুর বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায়শই জমিজমা নিয়ে আব্দুল জলিলের সাথে তর্কাতর্কি হতো। এক পর্যায়ে গত ৩০ মার্চ দুপুরে আব্দুল জলিলের ছেলে ইমরান(২৫) বিনা অপরাধে এক টমটম চালককে মারধর করলে মেয়ের ঘরের নাত্নী আসমা আক্তার (৩০) মোবাইলে ভিডিও ধারণ ও প্রতিবাদ করলে ইমরান আসমার উপর চড়াও হয় এবং লাকরী দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আসমাকে মাটিতে ফেলে দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। আসমার ডাক চিৎকার শুনে নানী রাজিয়া বেগম ও মেয়ে আছিয়া বেগম ও আসমার ফুফু মোমেলা দৌড়ে আসলে ইমরান ও তার বাবা জলিল মা কাজল তাদের উপর হামলা চালিয়ে আসমার গলায় থাকা স্বর্নের চেন ও নাক ফুল এবং মোবাইল ছিনিয়ে নেন। একপর্যায়ে উভয় পক্ষই মারপিটে জড়িয়ে পরেন। ইমরানের বাবার হাতে ধারালো শাপলের কোপের আঘাতে মা রাজিয়া বেগম আহত হন এবং আসমার ফুফু মোমেলা বেগমের মাথায় শাপলের বাড়ি পরলে তিনি গুরুতর আহত হন। অন্যদিকে ইমরানের মাথা ফেটে যায় এবং বাবা জলিলের চোখে আঘাত লাগে। ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হব। একদিকে মা রাজিয়া বেগম বাদী হয়ে ছেলে আব্দুল জলিল ও নাতি ইমরার এবং ছেলের বউ কাজলের নামে মামলা দায়ের করের। অন্যদিকে নাতি ইমরান বাদি হয়ে ফুফা তৌফিক জমাদ্দারসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। দুমকি থানা অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। আমাদের তদন্ত চলমান রয়েছে।