ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশ এবং সর্বস্তরের শ্রীমঙ্গলবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিরাজনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শান্তিচুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সন্ত্রাসীরা রমজান মাসেও ফিলিস্তিনে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে। নির্বিচারে নির্মমভাবে অসহায় শিশু, নারী-পুরুষ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। শিশু, বৃদ্ধ, বণিতা ফিলিস্তিনে কেউই নিরাপদ নয়। আমরা জাতিসংঘ, বিশ্বের মানবতাকামী সংগঠনের প্রতি আহবান জানাই, অচিরেই ইসরায়েলকে বয়কট করুন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের যৌক্তিক দাবি মেনে নিন। অন্যথায় বিশ্ব মুসলিম সম্প্রদায় বসে থাকবে না। পাশাপাশি ইসরায়েলের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কটের দাবি জানান তারা।