মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আইন অনুষদের দ্বিতীয় তলায় এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজিত হয়।
অনুষ্ঠানে মো: হাসান অন্তরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হৃদয়। এছাড়া কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান রাজু, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক (সোহেল), সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক (মাসুম), পরিসংখ্যান বিভাগের প্রভাষক মিশকাত ইবনে মুজাহিদসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাজু বলেন, “আমাদের সংগঠনে নোয়াখালীর শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য। ভবিষ্যতে যখন আবার কোনো প্রোগ্রাম আয়োজন করব, তখন কুমিল্লায় বিভিন্ন পেশায় কর্মরত নোয়াখালীর সকলকে আমন্ত্রণ জানাতে হবে। এর মাধ্যমে তোমাদের নেটওয়ার্কিংয়ের সুযোগ আরও বিস্তৃত হবে এবং পরস্পরের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে। এই নেটওয়ার্কিং ভবিষ্যতে ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রে তোমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।”
উক্ত সংগঠনের সভাপতি মো: হাছান অন্তর বলেন, “কুবির সকল নোয়াখালীর শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে সম্পর্ক বৃদ্ধির জন্য এই ইফতারে আয়োজন। যাতে করে পরস্পরের মাঝে সম্পর্ক অটুট থাকে বিপদে আপদে সবার পাশে থাকতে পারে। সর্বপরি এই আয়োজনের যারা সহযোগিতা করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”