মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী মহিলা দল। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লাতে ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন, সাধারণ সম্পাদক শাহিন আফরোজ বিজলী, জিয়া স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক ফরিদা আক্তার ডলিসহ মহিলা দলের শীর্ষ নেতাকর্মীরা। মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু মানববন্ধনে বলেন, মাগুরার শিশু আছিয়া ধর্ষণে অভিযুক্ত সকলের দ্রুত বিচার দাবি করছি। সকল নারীরা যেন নিরাপদ থাকে সেজন্য আমাদের সকলকে সোচ্চার হতে হবে। ধর্ষণ, নারী নিপীড়ন ও শ্লীলতাহানির বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। আমরা চাই সমাজ থেকে এ ধরনের নারী নিপীড়করা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। মানববন্ধনে কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হলেন বলেন, আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে এ ধরনের নিপীড়ন বাড়তেই থাকবে। আমরা জোর দাবি জানাচ্ছি যেন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করা হয়।
সংবাদ শিরোনাম ::
আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে কুমিল্লা মহানগর মহিলা দলের মানববন্ধন
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
- আপডেট সময় ০৮:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- ৫০৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ