গতকাল নারী শিক্ষার্থীদের জন্য সম্মিলিত ইফতারের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্র।
রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পাশে এই ইফতারের আয়োজন করে সংগঠনটির নেতাকর্মীরা। এই বিষয়ে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আফফান আলী বলেন, আমরা নারী শিক্ষার্থীদের সম্মানে ইফতার আয়োজন করি যেখানে প্রায় ৭০০ এর অধিক নারী শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামীতেও নারী শিক্ষার্থীদের জন্য জাবি ছাত্রদল কর্মসূচি হাতে নিবে। বাংলাদেশী জাতীয়তাবাদকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে ইনক্লুসিভ ক্যাম্পাসে পরিনত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আগামীতেও নানা কর্মসূচি হাতে নিবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দিয়ে ক্যাম্পাসে ছাত্র বান্ধব কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মানে জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নানা কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি হলে হলে ইফতার কর্মসূচি আয়োজন করেছে।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, পবিত্র মাহে রমজানের মহত্ত্ব ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ইফতার আয়োজন করছে জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখা। ছেলেদের প্রত্যেক হলে আয়োজন করা হয় এ ইফতার মাহফিল। তারই ধারাবাহিকতায় মেয়েদের সব হলগুলোর শিক্ষার্থীদের নিয়ে আজকে এ সম্মিলিত ইফতার আয়োজন করি আমরা।