ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়,কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্’এর সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন।
এর-ই প্রেক্ষিতে ১৭ ডিসেম্বর ( মঙ্গলবার) কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াস খানের তত্বাবধানে এসআই মো: আব্দুস সাত্তার ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় চৌফলদন্ডী ইউনিয়নের বাজার এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে নুরুল আবছার (৩৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি চৌফলদন্ডী ইউনিয়নের আব্দুল হাকিমের পুত্র।

অভিযান পরিচালনাকারী এসআই আব্দুস সাত্তার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চৌফলদন্ডী ইউনিয়নের বাজার এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত নুরুল আবছার বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং-০১, জিআর-৫৬/১৬, নারী ও শিশু মামলা নং-৪৪/১৬, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) যাবৎজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত ও ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং আরো ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত পলাতক আসামি ।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াস খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরপরিপ্রেক্ষিতে সদর মডেল থানায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনগণের সেবা প্রদানে সদর মডেল থানা পুলিশ বদ্ধপরিকর। সার্বিক দায়িত্ব পালনে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় ০৯:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়,কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্’এর সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন।
এর-ই প্রেক্ষিতে ১৭ ডিসেম্বর ( মঙ্গলবার) কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াস খানের তত্বাবধানে এসআই মো: আব্দুস সাত্তার ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় চৌফলদন্ডী ইউনিয়নের বাজার এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে নুরুল আবছার (৩৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি চৌফলদন্ডী ইউনিয়নের আব্দুল হাকিমের পুত্র।

অভিযান পরিচালনাকারী এসআই আব্দুস সাত্তার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চৌফলদন্ডী ইউনিয়নের বাজার এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত নুরুল আবছার বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং-০১, জিআর-৫৬/১৬, নারী ও শিশু মামলা নং-৪৪/১৬, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) যাবৎজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত ও ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং আরো ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত পলাতক আসামি ।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াস খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরপরিপ্রেক্ষিতে সদর মডেল থানায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনগণের সেবা প্রদানে সদর মডেল থানা পুলিশ বদ্ধপরিকর। সার্বিক দায়িত্ব পালনে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।