ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফের জাতিসংঘ সিডিপির সদস্য হলেন দেবপ্রিয় ভট্টাচার্য

টানা তৃতীয়বার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্টের (সিডিপি) সদস্য হলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজির আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তাকে ১ জানুয়ারি থেকে আগামী তিন বছরের জন্য এ সদস্য পদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে মনোনয়ন দিয়েছেন। ২০১৮ সাল থেকে দেবপ্রিয় ভট্টাচার্য এই কমিটির সদস্য। এবার নিয়ে টানা তৃতীয়বার এই নিয়োগ পেলেন তিনি। কমিটিতে তিনি ব্যক্তি সদস্য হিসেবে কাজ করবেন।

সিপিডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসোক) সহায়ক কমিটি হচ্ছে সিডিপি। আন্তর্জাতিক পরিসরে উন্নয়ন নীতি নিয়ে ইকোসোককে পরামর্শ দিয়ে থাকে এই কমিটি। এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সহায়তা দেয় সিডিপি।

সিডিপির কাজের মধ্যে আরও যা আছে তা হলো- তিন বছর অন্তর স্বল্পোন্নত দেশ বা এলডিসি নিয়ে পর্যালোচনা করা। এ বিষয়ে ইকোসোক ও জাতিসংঘের সাধারণ পরিষদকে পরামর্শ দেওয়া, কারা এলডিসিভুক্ত হতে পারে বা কারা এই তালিকা থেকে উত্তরণের সক্ষমতা অর্জন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিডিপির নতুন এই কমিটি অন্যান্য বিষয়ের সঙ্গে ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের বিষয়টি পর্যালোচনা করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এইচবিআরআই কর্মচারী ইউনিয়ন সিবিএ কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ফের জাতিসংঘ সিডিপির সদস্য হলেন দেবপ্রিয় ভট্টাচার্য

আপডেট সময় ১২:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

টানা তৃতীয়বার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্টের (সিডিপি) সদস্য হলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজির আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তাকে ১ জানুয়ারি থেকে আগামী তিন বছরের জন্য এ সদস্য পদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে মনোনয়ন দিয়েছেন। ২০১৮ সাল থেকে দেবপ্রিয় ভট্টাচার্য এই কমিটির সদস্য। এবার নিয়ে টানা তৃতীয়বার এই নিয়োগ পেলেন তিনি। কমিটিতে তিনি ব্যক্তি সদস্য হিসেবে কাজ করবেন।

সিপিডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসোক) সহায়ক কমিটি হচ্ছে সিডিপি। আন্তর্জাতিক পরিসরে উন্নয়ন নীতি নিয়ে ইকোসোককে পরামর্শ দিয়ে থাকে এই কমিটি। এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সহায়তা দেয় সিডিপি।

সিডিপির কাজের মধ্যে আরও যা আছে তা হলো- তিন বছর অন্তর স্বল্পোন্নত দেশ বা এলডিসি নিয়ে পর্যালোচনা করা। এ বিষয়ে ইকোসোক ও জাতিসংঘের সাধারণ পরিষদকে পরামর্শ দেওয়া, কারা এলডিসিভুক্ত হতে পারে বা কারা এই তালিকা থেকে উত্তরণের সক্ষমতা অর্জন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিডিপির নতুন এই কমিটি অন্যান্য বিষয়ের সঙ্গে ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের বিষয়টি পর্যালোচনা করবে।