তৃণমূল কংগ্রেসে প্রবীণ নেতা ও যুব নেতাদের মধ্যে অভ্যন্তরীণ লড়াইয়ের মধ্যেই মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা দলের প্রধান মমতা ব্যানার্জি৷ তিনি বলেছেন, তার উত্তরসূরি কে হবেন সে সম্পর্কে সিদ্ধান্ত দল নেবে৷ নেতৃত্বের পরিবর্তনের যে কোনো সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া হবে।
শুক্রবার নিউজ ১৮ বাংলায় এক সাক্ষাৎকারে মমতা ব্যানাজি দলে তার ব্যক্তিগত আধিপত্যের বিষয়কে অস্বীকার করেছেন৷
তিনি জোর দিয়ে বলেন, আমি একা দল চালাই না। মানুষকে সঙ্গে নিয়ে দল আর দলীয় কর্মীরা গুরুত্বপূর্ণ। এটা যৌথ পরিবারের মতো। আমিত্বে বিশ্বাস করি না। সকলকে নিয়ে চলতে হবে। তাই দলের সবাই মিলে এটা ঠিক করবে। যদি বলি, আমি একাই সিদ্ধান্ত নেব, তা তো ঔদ্ধত্যের কথা হবে।
তার সম্ভাব্য উত্তরসূরি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মমতা পাল্টা প্রশ্ন দিয়ে তিনি বলেন, আপনার উত্তরসূরি কে?
তিনি আরো বলেন, দল জনগণের জন্য কোনটি সেরা তা নির্ধারণ করবে। আমাদের বিধায়ক, সাংসদ, বুথ কর্মী আছে, এটি একটি যৌথ প্রচেষ্টা ৷
দলে প্রবীন বনাম যুবকদের নিয়ে বিতর্কের বিষয়ে মমতার ভাষ্য, সবাই গুরুত্বপূর্ণ। আজকের নবাগত আগামীকাল অভিজ্ঞ হবেন।