বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, ‘ভারতে আমাদের পতাকাকে অসম্মান করা হয়েছে। জাতীয় পতাকা এবং আমাদের অ্যাম্বাসিতে যে তিরস্কারজনক হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। শেখ হাসিনা স্বৈরাচার ছিল। বাংলাদেশের মানুষ তাকে খ্যাদিয়ে দিয়েছে। ভারতের এত জ্বলে কেন? কারণ একটাই; শেখ হাসিনা থাকাকালীন যা ইচ্ছা তা চুক্তি করে ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যের স্বপ্ন দেখছিল। শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের এই স্বপ্ন ভেঙ্গে গেছে।’ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কুমিল্লার কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিএনপির এই নেতা বলেন, ‘তারা এখন চেষ্টা করছে বিভিন্নভাবে আমাদের উস্কানি দিয়ে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দুর্বল করতে। যারা এই চিন্তা করছেন তাদের প্রতি আমার প্রথম অনুরোধ; কোন লাভ হবে না, কারণ আপনারাও স্বপ্ন দেখেছিলেন কেয়ামত পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন। আল্লাহর রহমতে; জনগণের প্রতিবাদের মুখে নোটিশ না দিয়েই ফ্লাই করতে হয়েছে-যে দাদা আমি নামতেছি আমারে জায়গা দাও। একটা কথা জেনে রাখুন, বাংলাদেশের জনগণ স্বাধীনতার সার্বভৌমত্বের নামে কোনরকম কোন কম্প্রোমাইজ করবেন না।’
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগটনের নেতৃবৃন্দ।