২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামীকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর ২০২৪) বেলা ১১টায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় দেয়া হয়।
এদিকে তারেক রহমান মামলা থেকে খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
মাগরিব বাদ বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পৌর বাজার হয়ে চৌরাস্তায় এসে শেষ হয়,
এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. কাজী মোঃ আজম, সদস্য সচিব উপজেলা বিএনপি, সরোয়ার আলম খাঁন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি, মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, (যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি) শিহাবউদ্দিন হাওলাদার, (আহ্বায়ক উপজেলা যুবদল) জসিমউদ্দিন খাঁন( সদস্য সচিব উপজেলা যুবদল) সাইদুর রহমান শাহিন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক উপজেলা যুবদল, ফখরুল ইসলাম মিঠু, যুগ্ন আহ্বায়ক উপজেলা যুবদল, কবির নক্তি, যুগ্ন আহ্বায়ক উপজেলা যুবদল, হেলাল মুন্সী (আহ্বায়ক পৌর যুবদল) সুমন পঞ্চায়েত, যুগ্ন আহ্বায়ক পৌর যুবদল, লিটন শিকদার,আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবকদল, আতিফ আসলাম রুবেল, সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবকদল, আমিনুল ইসলাম আমিন,যুগ্ন আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবকদল,আলমগীর মাতাব্বর, সভাপতি উপজেলা শ্রমিকদল, জামাল পঞ্চায়েত, সাঃ সম্পাদক উপজেলা শ্রমিকদল, দানিশ চৌধুরী (সভাপতি উপজেলা ছাত্রদল) তানজিল হাওলাদার( সাঃ সম্পাদক উপজেলা ছাত্রদল) আলম খাঁন হৃদয় সিনিয়র সহ সভাপতি উপজেলা ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এছাড়াও বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে সেচ্ছাসেবকদলের পক্ষ থেকে ইলিয়াস ভূইয়ার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।