ভারতের চেন্নাইয়ের তামিলনাড়ুর আরুম্বাক্কামের ভাসুকি স্ট্রিটে ঘরে ঢুকে নারকীয় এক ভয়ংকর ঘটনা ঘটাল কুকুরের দল। ৮০ বছর বয়সি এক বৃদ্ধকে কামড়িয়ে রক্তাক্ত করে কুকুর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
জানা যায়, ৮০ বছর বয়সি ওই বৃদ্ধ বিয়ে করেননি। বাড়িতে একাই থাকতেন। শারীরিক অসুস্থতার কারণে গত তিন দিন ধরে তিনি অসুস্থ হয়ে শয্যাশয়ী ছিলেন। অসুস্থ অবস্থায় তার ভাগ্নে তার দেখাশোনা করছিলেন। তিনি বৃদ্ধকে খাবার দিয়ে বাড়ি ফিরে যেতেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টার দিকে। বৃদ্ধের শরীরের খোঁজখবর নিতে রানি নামে এক প্রতিবেশী তার বাড়িতে গিয়েছিলেন। তখন প্রতিবেশীর কাছে গরম জল খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন বৃদ্ধ। এরপর প্রতিবেশী ঘরের দরজা খুলে রেখেই বাড়িতে জল আনতে যান। ঠিক সেই সময় ঘটে বিপত্তি। দুটি কুকুর সুব্রামানিয়ানের ঘরে ঢুকে তার ওপর হামলা চালায়। তাকে মারাত্মকভাবে কামড়ায়।
বৃদ্ধের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে ছুটে আসেন রানি। তখন তিনি দেখেন দুটি কুকুর তাকে কামড়াচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের প্রতিবেশীদের সাহায্যের জন্য ডাকেন। তখন প্রতিবেশীরা সেখানে পৌঁছে কুকুরগুলোকে তাড়িয়ে দেন; কিন্তু সুব্রামানিয়ানের প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বুধবার ভোরে হাসপাতালেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েক দিন আগে সুব্রামানিয়ান তার ভাই লক্ষ্মণ এবং তার স্ত্রী মণিমেকলাইকে দেখতে গিয়েছিলেন। ফিরে এসেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
পুলিশ জানিয়েছে, সুব্রামানিয়ানের বাড়িতে একটি গ্রিল গেট রয়েছে। বাড়ির সীমানা বরাবর কিছু গাছ রয়েছে। মনে করা হচ্ছে, মাঝেমধ্যেই ওই কুকুরগুলো তার বাড়িতে প্রবেশ করত। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।