ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেত্রীকে আদালতের কাঠগড়ায় তুলছেন ধনুশ

আইনি পথে হাঁটবেন— এর আগে প্রকাশ্যে এ কথা জানিয়েছিলেন দক্ষিণী অভিনেতা ধনুশ। হুঁশিয়ারি দিয়েছিলেন অভিনেতা। সে মতোই পদক্ষেপ নিলেন তিনি। এবার অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে মামলা ঠুকলেন এ অভিনেতা।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, মাদ্রাজ হাইকোর্টে অভিনেত্রী নয়নতারা ও তার স্বামী পরিচালক বিঘ্নেশ শিবানের বিরুদ্ধে মামলা করেছেন ধনুশ। অভিযোগ, বিনা অনুমতিতে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্রে অভিনেত্রী ‘নানুম রাউডি ধান’-এর ছোট্ট অংশ ব্যবহার করেছেন। সেই ছবিতে তিনি অভিনয় করলেও প্রযোজক ছিলেন অভিনেতা ধনুশ। এ ক্ষেত্রে সেই অনুযায়ী তার অনুমতির প্রয়োজন ছিল। ইতোমধ্যে নাকি সমন পৌঁছে গেছে অভিনেত্রীর কাছে। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি তিনি।

নয়নতারার প্রেম ও বিয়ে তথ্যচিত্রে প্রাধান্য পেয়েছে। স্বাভাবিকভাবেই প্রথম পরিচালনা নিয়ে উচ্ছ্বসিত তিনি। সেই আনন্দে পানি ঢেলে দিয়েছিলেন ধনুশ। ছবি মুক্তির ঠিক আগে নয়নতারাকে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে খোলা চিঠিতে জবাব দিয়েছিলেন অভিনেত্রী। মাত্র তিন সেকেন্ডের ঝলকে ১০ বছরের পুরোনো ছবির কতটাই বা দেখা যায়? খোলা চিঠিতে প্রথম প্রশ্ন এটাই ছিল নায়িকার।

সেই প্রসঙ্গ টেনে তার বক্তব্য—আপনি নিজেকে যতটা দেখান, ততটা আপনি মোটেই নন। কারণ নিজেকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখাতে গিয়ে একটু বেশিই বলেন। এই তো আপনার চরিত্র!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রীকে আদালতের কাঠগড়ায় তুলছেন ধনুশ

আপডেট সময় ০২:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

আইনি পথে হাঁটবেন— এর আগে প্রকাশ্যে এ কথা জানিয়েছিলেন দক্ষিণী অভিনেতা ধনুশ। হুঁশিয়ারি দিয়েছিলেন অভিনেতা। সে মতোই পদক্ষেপ নিলেন তিনি। এবার অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে মামলা ঠুকলেন এ অভিনেতা।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, মাদ্রাজ হাইকোর্টে অভিনেত্রী নয়নতারা ও তার স্বামী পরিচালক বিঘ্নেশ শিবানের বিরুদ্ধে মামলা করেছেন ধনুশ। অভিযোগ, বিনা অনুমতিতে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্রে অভিনেত্রী ‘নানুম রাউডি ধান’-এর ছোট্ট অংশ ব্যবহার করেছেন। সেই ছবিতে তিনি অভিনয় করলেও প্রযোজক ছিলেন অভিনেতা ধনুশ। এ ক্ষেত্রে সেই অনুযায়ী তার অনুমতির প্রয়োজন ছিল। ইতোমধ্যে নাকি সমন পৌঁছে গেছে অভিনেত্রীর কাছে। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি তিনি।

নয়নতারার প্রেম ও বিয়ে তথ্যচিত্রে প্রাধান্য পেয়েছে। স্বাভাবিকভাবেই প্রথম পরিচালনা নিয়ে উচ্ছ্বসিত তিনি। সেই আনন্দে পানি ঢেলে দিয়েছিলেন ধনুশ। ছবি মুক্তির ঠিক আগে নয়নতারাকে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে খোলা চিঠিতে জবাব দিয়েছিলেন অভিনেত্রী। মাত্র তিন সেকেন্ডের ঝলকে ১০ বছরের পুরোনো ছবির কতটাই বা দেখা যায়? খোলা চিঠিতে প্রথম প্রশ্ন এটাই ছিল নায়িকার।

সেই প্রসঙ্গ টেনে তার বক্তব্য—আপনি নিজেকে যতটা দেখান, ততটা আপনি মোটেই নন। কারণ নিজেকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখাতে গিয়ে একটু বেশিই বলেন। এই তো আপনার চরিত্র!