ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এক দফা দাবিতে আনসার সদস্যদের ফয়েজলেকে অবরোধ কর্মসূচি পালন করেন

চাকরি জাতীয়করণের দাবিতে ফয়েজলেক আনসার ব্যাটালিয়নের রেঞ্জ কার্যালয়ের সামনে অবরোধ করেছেন আনসার সদস্যরা। আজ শুক্রবার বিকেল ৪টা থেকে তাঁরা ফয়েজ লেক অবরোধ করেন। শতাধিক আনসার সদস্য অবস্থান নেন। এ সময় নানা ধরনের স্লোগান দেন তাঁরা।

মহসিন নামে এক আনসারের সাংবাদিকদের বলেন ‘চাকরি জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। মানুষের নিরাপত্তায় ঝুঁকি নিয়ে আমাদেরও কাজ করতে হয়

সাইফুল নামে একজন আনসার সদস্য বলেন, ‘যখন জীবনের ভয়ে পুলিশ ছিল না, র‍্যাব ছিল না, তখন আমরা ছিলাম। কিন্তু এই আমরাই সব সময় অবহেলিত। এবার চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’জানা গেছে, সারা বাংলাদেশে ৫৫ হাজার সদস্য রয়েছেন। তাঁরা চান ব্যাটালিয়ন আনসারের মতো চাকরির জাতীয়করণ।

বিক্ষোভে অংশ নেওয়া আনসার সদস্য সাংবাদিকদের বলেন , আমরা অস্ত্রধারী প্রশিক্ষিত আনসার। সরকারি-বেসরকারি স্থাপনা ও দপ্তরে সশস্ত্র পাহারা দিই। গত ৫ আগস্টের পর সারাদেশে সব স্থাপনা ও থানা পাহারা দিয়েছি আমরা। পুলিশ বা ব্যাটালিয়ান আনসারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করি। অনেকক্ষেত্রে বেশি দায়িত্ব পালন করি। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। আমাদের চাকরি জাতীয়করণ করা হয় না। এখন আমরা জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক দফা দাবিতে আনসার সদস্যদের ফয়েজলেকে অবরোধ কর্মসূচি পালন করেন

আপডেট সময় ১১:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

চাকরি জাতীয়করণের দাবিতে ফয়েজলেক আনসার ব্যাটালিয়নের রেঞ্জ কার্যালয়ের সামনে অবরোধ করেছেন আনসার সদস্যরা। আজ শুক্রবার বিকেল ৪টা থেকে তাঁরা ফয়েজ লেক অবরোধ করেন। শতাধিক আনসার সদস্য অবস্থান নেন। এ সময় নানা ধরনের স্লোগান দেন তাঁরা।

মহসিন নামে এক আনসারের সাংবাদিকদের বলেন ‘চাকরি জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। মানুষের নিরাপত্তায় ঝুঁকি নিয়ে আমাদেরও কাজ করতে হয়

সাইফুল নামে একজন আনসার সদস্য বলেন, ‘যখন জীবনের ভয়ে পুলিশ ছিল না, র‍্যাব ছিল না, তখন আমরা ছিলাম। কিন্তু এই আমরাই সব সময় অবহেলিত। এবার চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’জানা গেছে, সারা বাংলাদেশে ৫৫ হাজার সদস্য রয়েছেন। তাঁরা চান ব্যাটালিয়ন আনসারের মতো চাকরির জাতীয়করণ।

বিক্ষোভে অংশ নেওয়া আনসার সদস্য সাংবাদিকদের বলেন , আমরা অস্ত্রধারী প্রশিক্ষিত আনসার। সরকারি-বেসরকারি স্থাপনা ও দপ্তরে সশস্ত্র পাহারা দিই। গত ৫ আগস্টের পর সারাদেশে সব স্থাপনা ও থানা পাহারা দিয়েছি আমরা। পুলিশ বা ব্যাটালিয়ান আনসারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করি। অনেকক্ষেত্রে বেশি দায়িত্ব পালন করি। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। আমাদের চাকরি জাতীয়করণ করা হয় না। এখন আমরা জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছি।