ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি,সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে পথচারী জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে আমরা আর কোনো অবিচার চাই না’ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে বদলি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে বিক্ষোভ রিমান্ডে যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ২ আইজিপি বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল আশুলিয়া, বন্ধ ৫২ কারখানা ট্রাইব্যুনালে প্রথমবার হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ আগামী মাসেই বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল

চিকিৎসকের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু, এনাম মেডিকেলে বিক্ষোভ

ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় শিক্ষার্থী রাকিব হোসেনের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে তার মৃত্যু হয়।

মৃত রাকিব আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার হারুন অর রশীদের ছেলে। তিনি আশুলিয়ার বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী।

এদিকে রাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কসহ শতাধিক শিক্ষার্থী হাসপাতালে জড়ো হয় এবং লাশ রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৯ দফা দাবিতে বিক্ষোভ করে।

দাবিগুলোর মধ্যে রয়েছে- রাকিব হত্যার বিচার, জড়িত সব চিকিৎসক ও কর্মচারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, আগে টাকা পরে সেবা- এ নিয়ম বাতিল করা।

শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন রাকিব। পরে তার বন্ধুরা তাকে ওই হাসপাতালে নিয়ে গেলে, টাকার স্বল্পতায় ভর্তি নিচ্ছিল না। জামানত হিসাবে মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন রাখতে চাওয়া হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাতেও রাজি হয়নি। পরে পরিচিত একজনের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

রাকিবকে আইসিউতে নিলেও চিকিৎসকরা অবহেলা করে বলে অভিযোগ তার বন্ধুদের।

নিহতের ভাই হাবিবুর রহমানের অভিযোগ, অবহেলার কারণে তার ভাই মারা গেছে। শুরু থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ টাকার জন্য অবহেলা করছিল।

হাসপাতালটির পরিচালক রওশন আক্তার চৌধুরী বলেন, রাকিবের চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা হয়ে থাকলে তদন্ত করে দায়ী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের অন্য দাবিও পর্যায়ক্রমে পূরণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি,সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিকিৎসকের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু, এনাম মেডিকেলে বিক্ষোভ

আপডেট সময় ১০:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় শিক্ষার্থী রাকিব হোসেনের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে তার মৃত্যু হয়।

মৃত রাকিব আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার হারুন অর রশীদের ছেলে। তিনি আশুলিয়ার বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী।

এদিকে রাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কসহ শতাধিক শিক্ষার্থী হাসপাতালে জড়ো হয় এবং লাশ রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৯ দফা দাবিতে বিক্ষোভ করে।

দাবিগুলোর মধ্যে রয়েছে- রাকিব হত্যার বিচার, জড়িত সব চিকিৎসক ও কর্মচারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, আগে টাকা পরে সেবা- এ নিয়ম বাতিল করা।

শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন রাকিব। পরে তার বন্ধুরা তাকে ওই হাসপাতালে নিয়ে গেলে, টাকার স্বল্পতায় ভর্তি নিচ্ছিল না। জামানত হিসাবে মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন রাখতে চাওয়া হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাতেও রাজি হয়নি। পরে পরিচিত একজনের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

রাকিবকে আইসিউতে নিলেও চিকিৎসকরা অবহেলা করে বলে অভিযোগ তার বন্ধুদের।

নিহতের ভাই হাবিবুর রহমানের অভিযোগ, অবহেলার কারণে তার ভাই মারা গেছে। শুরু থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ টাকার জন্য অবহেলা করছিল।

হাসপাতালটির পরিচালক রওশন আক্তার চৌধুরী বলেন, রাকিবের চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা হয়ে থাকলে তদন্ত করে দায়ী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের অন্য দাবিও পর্যায়ক্রমে পূরণ করা হবে।