আমি মো. একরামুল হোসেন, পিতা: আফসার আলী, গ্রাম: পশ্চিম মহিপুর পোস্ট: মহিপুর থানা: গংগাচড়া, জেলা. রংপুর।
সম্প্রতি আমার এলাকায় বিভিন্ন মহল থেকে গুজব রটিয়ে আমার এবং আমার পরিবারের মান সম্মান ক্ষুণ্ন করার নিমিত্তে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে যে-সব অভিযোগ আনা হয়েছে-সেগুলোর একটিও সত্য নয়। মোছা. সানজি খাতুন পিতা: একরা মিয়া, মাতা: সাহিদা খাতুন, গ্রাম: কালিরচর, থানা: গংগাচড়া, জেলা: রংপুর কৃত আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনে।
উল্লেখ্য, দেশে প্রচলিত আইন আছে। তাছাড়া ডিএনএ টেস্ট করলে বুঝা যাবে কে আসল অপরাধী। তাই আমার এলাকার সচেতন মহলের নিকট আমার আকুল আবেদন, অপপ্রচারণা না চালিয়ে মেয়েটির আইনি সেবা দিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করুন।
পরবর্তীতে আমার প্রতিদ্বন্দ্বীরা যদি আমার ও পরিবারের সুনাম নষ্ট করার জন্য নানা অপপ্রচার চালায় তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সম্মানহানির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বিনীত নিবেদক।
মোঃএকরামুল হোসেন
পিতাঃআফসার আলী
গ্রামঃপশ্চিম মহিপুর
পোস্টঃমহিপুর
থানাঃগংগাচড়া
জেলাঃ রংপুর।