ঢাকা ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীতে সমাজসেবার উপ-পরিচালকের প্রতীকী দায়িত্বে স্কুল শিক্ষার্থী আয়েশা পটুয়াখালীতে ৪ জেলেকে ১০ দিন করে কারাদন্ড; ৭০ মিঃ জাল আগুনে ধ্বংস ধামরাইয়ে বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও মতবিনিময় কুমিল্লায় ভিডিও কলে রেখে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা বোয়ালখালী পুলিশের অভিযানে ৩ দিনে ৪ জন গরু চোর সহ ছয়টি গরু উদ্ধার পাবনায় যুবদল নেতা রায়হানের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরন ও দোয়া অনুষ্ঠিত ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলা, আটক-১ মায়ের বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ রানা প্লাজা ধস: আপিলেও স্থগিত সোহেল রানার জামিন আগষ্টিনের সহোচর কল্পনা ফলিয়ার যত প্রতারণা

৯০০ বর্গকিমি এলাকা দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের উমানস্কয়ে নামের একটি গ্রাম রুশ সেনারা দখল করে নিয়েছেন। এ ছাড়া চলতি বছরে, এখন পর্যন্ত পাঁচ মাসে সব মিলিয়ে প্রায় ৯০০ কিলোমিটার দখলের দাবি করেছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পপুলার রিপাবলিক অব দোনেৎস্কের উমানস্কয়ে নামের একটি গ্রাম দখল করে নিয়েছেন রাশিয়ার সেনারা। তবে এই গ্রামটিতে খুব কম মানুষই বসবাস করত। রাশিয়া ২০২২ সালে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে হামলা চালানোর আগ পর্যন্ত এই গ্রামটিতে মাত্র ১৮০ জন মানুষ বসবাস করত।

উমানস্কয়ে গ্রামটি রাশিয়ার দখলে থাকা দোনেৎস্কের সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এর আগে শুক্রবার বলেছেন, ইউক্রেনে সব দিক থেকেই কৌশলগত অগ্রগতি অর্জন করেছে। চলতি বছরই রুশ সেনারা ইউক্রেনে নতুন করে ৮৮০ বর্গ কিলোমিটার দখল করেছে।

এদিকে, রাশিয়ার এক শীর্ষ জেনারেল সতর্ক করে বলেছেন, তার দেশে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ন্যাটো দেশগুলো। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রথম উপপ্রধান ও দেশটির বর্ডার গার্ড সার্ভিসের প্রধান জেনারেল ভ্লাদিমির কুলিশভ গত সপ্তাহে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

রাশিয়ার জেনারেল কুলিশভ বলেছেন, ‘রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটোর গোয়েন্দা তৎপরতা বাড়ছে। জোটের বাহিনী সামরিক প্রশিক্ষণ জোরদার করছে যাতে তারা আমাদের ভূখন্ডে পারমাণবিক হামলাসহ রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে সামরিক পটভূমি তৈরি করতে পারে।’

তিনি আরও বলেছেন, ‘এই অবস্থায় আমাদের সীমান্ত সুরক্ষিত করতে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করেছে।’ এ সময় তিনি রাশিয়ার বর্ডার গার্ড সার্ভিস ব্রায়ানস্ক, কুরস্ক, বেলগরদ অঞ্চল ও ক্রিমিয়ায় ইউক্রেনীয় নাশকতাকারীদের প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

রাশিয়ার এই জেনারেল জানিয়েছেন, ২০২৩ সালে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ও চরমপন্থী সংগঠন এবং ইউক্রেনের বিশেষ গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী সদস্যরা রাশিয়ায় সাড়ে পাঁচ হাজার বার অনুপ্রবেশের প্রচেষ্টা চালিয়েছিল। যা রাশিয়ার গোয়েন্দা ও বর্ডার গার্ড সার্ভিস ঠেকিয়ে দিয়েছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে সমাজসেবার উপ-পরিচালকের প্রতীকী দায়িত্বে স্কুল শিক্ষার্থী আয়েশা

৯০০ বর্গকিমি এলাকা দখলের দাবি রাশিয়ার

আপডেট সময় ১০:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের উমানস্কয়ে নামের একটি গ্রাম রুশ সেনারা দখল করে নিয়েছেন। এ ছাড়া চলতি বছরে, এখন পর্যন্ত পাঁচ মাসে সব মিলিয়ে প্রায় ৯০০ কিলোমিটার দখলের দাবি করেছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পপুলার রিপাবলিক অব দোনেৎস্কের উমানস্কয়ে নামের একটি গ্রাম দখল করে নিয়েছেন রাশিয়ার সেনারা। তবে এই গ্রামটিতে খুব কম মানুষই বসবাস করত। রাশিয়া ২০২২ সালে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে হামলা চালানোর আগ পর্যন্ত এই গ্রামটিতে মাত্র ১৮০ জন মানুষ বসবাস করত।

উমানস্কয়ে গ্রামটি রাশিয়ার দখলে থাকা দোনেৎস্কের সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এর আগে শুক্রবার বলেছেন, ইউক্রেনে সব দিক থেকেই কৌশলগত অগ্রগতি অর্জন করেছে। চলতি বছরই রুশ সেনারা ইউক্রেনে নতুন করে ৮৮০ বর্গ কিলোমিটার দখল করেছে।

এদিকে, রাশিয়ার এক শীর্ষ জেনারেল সতর্ক করে বলেছেন, তার দেশে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ন্যাটো দেশগুলো। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রথম উপপ্রধান ও দেশটির বর্ডার গার্ড সার্ভিসের প্রধান জেনারেল ভ্লাদিমির কুলিশভ গত সপ্তাহে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

রাশিয়ার জেনারেল কুলিশভ বলেছেন, ‘রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটোর গোয়েন্দা তৎপরতা বাড়ছে। জোটের বাহিনী সামরিক প্রশিক্ষণ জোরদার করছে যাতে তারা আমাদের ভূখন্ডে পারমাণবিক হামলাসহ রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে সামরিক পটভূমি তৈরি করতে পারে।’

তিনি আরও বলেছেন, ‘এই অবস্থায় আমাদের সীমান্ত সুরক্ষিত করতে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করেছে।’ এ সময় তিনি রাশিয়ার বর্ডার গার্ড সার্ভিস ব্রায়ানস্ক, কুরস্ক, বেলগরদ অঞ্চল ও ক্রিমিয়ায় ইউক্রেনীয় নাশকতাকারীদের প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

রাশিয়ার এই জেনারেল জানিয়েছেন, ২০২৩ সালে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ও চরমপন্থী সংগঠন এবং ইউক্রেনের বিশেষ গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী সদস্যরা রাশিয়ায় সাড়ে পাঁচ হাজার বার অনুপ্রবেশের প্রচেষ্টা চালিয়েছিল। যা রাশিয়ার গোয়েন্দা ও বর্ডার গার্ড সার্ভিস ঠেকিয়ে দিয়েছে।