চাঁদপুরে পৃথক অভিযানে ১২ জন সুকানিকে আটক করেছে পুলিশ। সুকানি যোগ্যতা সনদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে এসব তথ্য জানান চাঁদপুর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান।
চাঁদপুরের মোলহেড এলাকায় অভিযানে আটকরা হলেন— সুকানি মো. ফিরোজ (৩৮), মো. লাভলু (২৫), মো. আকবর (২৯) মো. তারেক (২০) ও মো. জাহাঙ্গীর আলম (৫০)। এদের বাড়ি ফিরোজপুর ও লক্ষ্মীপুর জেলায়।
রাজরাজেশ্বর এলাকায় অভিযানে আটকরা হলেন— সুকানি মো. মহিউদ্দিন (৩৪), মো. মহিউদ্দিন (৩৪), মো. মোক্তার হোসেন (২৮), মো. রিপন (৩২), মো. রুবেল (২৩) মো. মিজান (৪৪) ও মো. হুমায়ুন কবীর (৫৫)। এদের বাড়ি লক্ষ্মীপুর, ভোলা, বরগুনা ও বাগেরহাটে।
ওসি কামরুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যার পর মোলহেড এলাকায় ৩টি বাল্কহেডে অভিযান চালানো হয়। ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানো অপরাধে পাঁচজনকে আটক করা হয়।
এদিকে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল সোয়া ৭টা পর্যন্ত রাজরাজেশ্বর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতজন সুকানির যোগ্যতা সনদ না থাকায় তাদের আটক করা হয়।