নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন ভূমি অফিসের এক উপ-সহকারী ভুমি কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় অর্ধকোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর খান উপজেলার বীরগাঁও কান্দাপাড়ার মৃত সিরাজ খানের ছেলে।
আসামির বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
রোববার (১৯ মে) দুদকের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ে মামলাটি করেন। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ৪৯ লাখ ১৯ হাজার ৪১১ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর খান ২০০৩ সালের জুলাই মাসে মহেশপুর ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। ২০০৩ সাল থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চাকরিতে থাকাকালীন জ্ঞাত আয়বহির্ভূত অঢেল সম্পদের মালিক হন। তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগের ব্যাপারে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়।
অনুসন্ধানের সময় জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ৫৪ লাখ ৪৩ হাজার ৬০০ টাকার স্থাবর সম্পত্তি এবং ৭৫ হাজার ৮১১ টাকার অস্থাবর সম্পত্তিসহ মোট ৫৫ লাখ ১৯ হাজার ৪১১ টাকার সম্পদের খোঁজ পায় দুদক। এছাড়া ২০০৩-২০২২ সাল পর্যন্ত বেতন-ভাতা বাবদ ৪০ লাখ ৫৫ হাজার ৫৭৮ টাকা আয় করেন। এছাড়া তার কাছে সঞ্চয়ের ৬ লাখ টাকার হিসাব দিলেও অতিরিক্ত ৪৯ লাখ ১৯ হাজার ৪১১ টাকার সম্পদের ব্যাপারে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
অপর একটি সুত্রে জানা যায় শতাধিক কানুনগো, সার্ভেয়ার সহ ভুমি সহকারী ও উপ সহকারী কর্মকর্তা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ গড়ে তোলেন। রাজধানী ও গাজীপুরে গড়ে তোলেন আলিশান বাড়ী ও সহায় সম্পদ।