ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পূর্বাচলে ১২০টি প্লট অনুমোদন করেছি : গণপূর্ত প্রতিমন্ত্রী

পূর্বাচলে ১২০টি প্রাতিষ্ঠানিক প্লট অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

রোববার (৬ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের এমপি শামীম ওসমানের এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ কথা জানান। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শামীম ওসমান তার প্রশ্নে পূর্বাচলে টাকা দিয়ে অনেকে প্লট বরাদ্দ পাচ্ছে না, তাদের ব্যাপারে কী করা হবে জানতে চান।

গ্রামের মানুষের জন্য উপজেলা পর্যায়ে স্বল্পমূল্যে আবাসিক ফ্ল্যাটের ব্যবস্থা করা যায় কী না আওয়ামী লীগের সদস্য শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের উত্তরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, বিভিন্ন জেলা উপজেলা থেকে বা শহর থেকে সাধারণ মানুষের চাপ কমানোর লক্ষ্যে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে স্বল্প সুদে আবাসিক ফ্ল্যাট নির্মাণের কাজ আমরা শুরু করেছি। এই কাজ আগামীতেও চলমান থাকবে।

আওয়ামী লীগের সদস্য অসীম কুমার উকিলের এক সম্পূরক প্রশ্নের উত্তরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, আমরা রেট সিডিউল অনুমোদন করে দিয়েছি। পরবর্তি সময়ে যে টেন্ডার হবে, যে সব সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করা হয় তা বর্তমান রেটে হবে না। সিডিউলে নতুন রেটে টেন্ডার হচ্ছে। আর যে সব কাজ চলমান আছে বা আংশিক হয়েছে সে সব কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা সমাধান করবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচলে ১২০টি প্লট অনুমোদন করেছি : গণপূর্ত প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

পূর্বাচলে ১২০টি প্রাতিষ্ঠানিক প্লট অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

রোববার (৬ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের এমপি শামীম ওসমানের এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ কথা জানান। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শামীম ওসমান তার প্রশ্নে পূর্বাচলে টাকা দিয়ে অনেকে প্লট বরাদ্দ পাচ্ছে না, তাদের ব্যাপারে কী করা হবে জানতে চান।

গ্রামের মানুষের জন্য উপজেলা পর্যায়ে স্বল্পমূল্যে আবাসিক ফ্ল্যাটের ব্যবস্থা করা যায় কী না আওয়ামী লীগের সদস্য শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের উত্তরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, বিভিন্ন জেলা উপজেলা থেকে বা শহর থেকে সাধারণ মানুষের চাপ কমানোর লক্ষ্যে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে স্বল্প সুদে আবাসিক ফ্ল্যাট নির্মাণের কাজ আমরা শুরু করেছি। এই কাজ আগামীতেও চলমান থাকবে।

আওয়ামী লীগের সদস্য অসীম কুমার উকিলের এক সম্পূরক প্রশ্নের উত্তরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, আমরা রেট সিডিউল অনুমোদন করে দিয়েছি। পরবর্তি সময়ে যে টেন্ডার হবে, যে সব সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করা হয় তা বর্তমান রেটে হবে না। সিডিউলে নতুন রেটে টেন্ডার হচ্ছে। আর যে সব কাজ চলমান আছে বা আংশিক হয়েছে সে সব কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা সমাধান করবো।