ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

ঢাকা: আওয়ামী লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হয়।

আওয়ামী লীগের নেতাকর্মী সমাবেশস্থলে সমবেত হয়েছেন। নেতাকর্মীদের ঢল এখনো অব্যাহত আছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বড় বড় মিছিল নিয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এসে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমবেত হচ্ছেন। দলের কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে মঞ্চে অবস্থান নিয়েছেন।

সমাবেশকে কেন্দ্র করে গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, সচিবালয়, পুরানা পল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও অনেকে বাঁশের লাঠি হাতে নিয়ে সমাবেশে এসেছেন।

সমাবেশে প্রধান অতিথি সিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপি একই দিনে রাজধানীর নয়পল্টনে মহাসমাবেশ করছে। বিএনপি তাদের দাবি মেনে নিতে বাধ্য করতে রাজধানীতে বিশৃঙ্খলা ও ধ্বাংসাত্মক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিয়েছে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আশঙ্কা করছেন।

তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। এরই অংশ হিসেবে রাজধানী বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগও সমাবেশ করছে। বড় ধরনের জনসমাগম ঘটানোর ঘোষণা দিয়েছে দলটি।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

আপডেট সময় ০২:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

ঢাকা: আওয়ামী লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হয়।

আওয়ামী লীগের নেতাকর্মী সমাবেশস্থলে সমবেত হয়েছেন। নেতাকর্মীদের ঢল এখনো অব্যাহত আছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বড় বড় মিছিল নিয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এসে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমবেত হচ্ছেন। দলের কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে মঞ্চে অবস্থান নিয়েছেন।

সমাবেশকে কেন্দ্র করে গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, সচিবালয়, পুরানা পল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও অনেকে বাঁশের লাঠি হাতে নিয়ে সমাবেশে এসেছেন।

সমাবেশে প্রধান অতিথি সিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপি একই দিনে রাজধানীর নয়পল্টনে মহাসমাবেশ করছে। বিএনপি তাদের দাবি মেনে নিতে বাধ্য করতে রাজধানীতে বিশৃঙ্খলা ও ধ্বাংসাত্মক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিয়েছে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আশঙ্কা করছেন।

তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। এরই অংশ হিসেবে রাজধানী বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগও সমাবেশ করছে। বড় ধরনের জনসমাগম ঘটানোর ঘোষণা দিয়েছে দলটি।