ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাশিমপুর কারাগারে নারী কেলেঙ্কারি ঘটনায় আজিজুলের শাস্তির নয়ছয় (প্রথম পর্ব) পাবনার দুই শহীদের কবর যিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন এডওয়ার্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো আব্দুল আউয়াল পূজার ডিউটিতে আনসার থেকে লাখ টাকার বাণিজ্য তজুমউদ্দিন মেঘনায় জালপাতা নিয়ে দ্বন্দ্ব, ট্রলার ছিনতাই ভোলায় পিস্তল নিয়ে প্যানেল চেয়ারম্যানসহ আটক-২ সনি’র নতুন ব্রাভিয়া টিভি ও আল্ট এফওয়াই টুফোর বাজারজাত শুরু সীমান্তে মিয়ানমারের গুলিতে ১ বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ৩ বিএনপি কোনো ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে না : প্রিন্স বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত নাটোরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি সর্বহারা পার্টির!

আরও ২ বন্দিকে মুক্তি দিতে চেয়েছিল হামাস, নেয়নি ইসরায়েল

আরও দুই ইসরায়লিকে মুক্তি দিতে চেয়েছিল হামাস। কিন্তু ইসরায়লি কর্তৃপক্ষ ওই দুই বন্দিকে গ্রহণ করতে রাজি হয়নি বলে জানিয়েছে সংগঠনটি।

তবে ইসরায়েল এই দাবিকে বিদ্বেষমূলক প্রচারণা বলে বর্ণনা করেছে।
হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে শুক্রবার ওই দুই ইসরায়েলিকে মুক্তি দেওয়ার ব্যাপারে জনানো হয়েছিল। ওই দিনই হামাস আমেরিকান জুডিথ তাই রানান এবং তার মেয়ে নাটালিকে মুক্তি দেয়।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে আবু উবায়দা জানান, মানবিক বিবেচনায় আমরা আরো দুই ইসরায়লি নারী- নোরিত ইতশাক ও ইয়োখেফেদ লিফশিৎজকে মুক্তি দিতে চেয়েছিলাম শুক্রবার সন্ধ্যায় আমাদের কাতারের ভাইদের তা জানিয়েছিলাম। এর বিনিময়ে আমরা কিছুই চাই নি। কিন্তু ইসরায়েলের দখলদার সরকার তাদের নিতে অস্বীকৃতি জানিয়েছে।

এর আগে আল-কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দা জানিয়েছিলেন, তাদর হাতে ৭ অক্টোবরের অভিযানে আটক প্রায় ২৫০ জিম্মি রয়েছে। এদের মধ্যে তার ব্রিগেডসের হাতে রয়েছে ২০০ জিম্মি এবং বাকিরা রয়েছে ইসলামি জিহাদসহ অন্যান্য সংগঠনের কাছে। খবর আল জাজিরা

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, আমরা হামাসের মিথ্যা প্রচারণা নিয়ে কথা বলব না। আমরা সব অপহৃত ও নিখোঁজ ব্যক্তিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাব।

পরে আরেকটি বিবৃতিতে ওবায়দা বলেন, আমেরিকানদের যেভাবে মুক্তি দেওয়া হয়েছিল একই ভাবে রবিবার ওই দুই বন্দিকে মুক্তি দিতে হামাস এখনও প্রস্তুত।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাশিমপুর কারাগারে নারী কেলেঙ্কারি ঘটনায় আজিজুলের শাস্তির নয়ছয় (প্রথম পর্ব)

আরও ২ বন্দিকে মুক্তি দিতে চেয়েছিল হামাস, নেয়নি ইসরায়েল

আপডেট সময় ১১:৫০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

আরও দুই ইসরায়লিকে মুক্তি দিতে চেয়েছিল হামাস। কিন্তু ইসরায়লি কর্তৃপক্ষ ওই দুই বন্দিকে গ্রহণ করতে রাজি হয়নি বলে জানিয়েছে সংগঠনটি।

তবে ইসরায়েল এই দাবিকে বিদ্বেষমূলক প্রচারণা বলে বর্ণনা করেছে।
হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে শুক্রবার ওই দুই ইসরায়েলিকে মুক্তি দেওয়ার ব্যাপারে জনানো হয়েছিল। ওই দিনই হামাস আমেরিকান জুডিথ তাই রানান এবং তার মেয়ে নাটালিকে মুক্তি দেয়।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে আবু উবায়দা জানান, মানবিক বিবেচনায় আমরা আরো দুই ইসরায়লি নারী- নোরিত ইতশাক ও ইয়োখেফেদ লিফশিৎজকে মুক্তি দিতে চেয়েছিলাম শুক্রবার সন্ধ্যায় আমাদের কাতারের ভাইদের তা জানিয়েছিলাম। এর বিনিময়ে আমরা কিছুই চাই নি। কিন্তু ইসরায়েলের দখলদার সরকার তাদের নিতে অস্বীকৃতি জানিয়েছে।

এর আগে আল-কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দা জানিয়েছিলেন, তাদর হাতে ৭ অক্টোবরের অভিযানে আটক প্রায় ২৫০ জিম্মি রয়েছে। এদের মধ্যে তার ব্রিগেডসের হাতে রয়েছে ২০০ জিম্মি এবং বাকিরা রয়েছে ইসলামি জিহাদসহ অন্যান্য সংগঠনের কাছে। খবর আল জাজিরা

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, আমরা হামাসের মিথ্যা প্রচারণা নিয়ে কথা বলব না। আমরা সব অপহৃত ও নিখোঁজ ব্যক্তিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাব।

পরে আরেকটি বিবৃতিতে ওবায়দা বলেন, আমেরিকানদের যেভাবে মুক্তি দেওয়া হয়েছিল একই ভাবে রবিবার ওই দুই বন্দিকে মুক্তি দিতে হামাস এখনও প্রস্তুত।