ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাশিমপুর কারাগারে নারী কেলেঙ্কারি ঘটনায় আজিজুলের শাস্তির নয়ছয় (প্রথম পর্ব) পাবনার দুই শহীদের কবর যিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন এডওয়ার্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো আব্দুল আউয়াল পূজার ডিউটিতে আনসার থেকে লাখ টাকার বাণিজ্য তজুমউদ্দিন মেঘনায় জালপাতা নিয়ে দ্বন্দ্ব, ট্রলার ছিনতাই ভোলায় পিস্তল নিয়ে প্যানেল চেয়ারম্যানসহ আটক-২ সনি’র নতুন ব্রাভিয়া টিভি ও আল্ট এফওয়াই টুফোর বাজারজাত শুরু সীমান্তে মিয়ানমারের গুলিতে ১ বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ৩ বিএনপি কোনো ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে না : প্রিন্স বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত নাটোরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি সর্বহারা পার্টির!
রেল ব্রিজ ভেঙ্গে যাওয়ায়

কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরিহাট এলাকায় রেল ব্রিজ ভেঙে পরায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল থেকে এ যোগাযোগ বন্ধ হওয়ায় ঢাকাগামী প্রায় কয়েক শতযাত্রী বিপাকে পড়েন।

সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেসের শার্টলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী লোকাল কমিউটার ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় রেল কৃর্তপক্ষ। কুড়িগ্রাম থেকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কুড়িগ্রামের সাধারণ যাত্রীরা পড়েছে দুঃশ্চিতায়। ব্রীজটির মেরামতের কাজ শেষ না হওয়ায় শনিবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টায়ও রেল যোগাযোগ চালু হয়নি।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ সামসুযোহা।

সরেজমিনে গিয়ে জানা যায়, ঘন ঘন বৃষ্টিপাতের ফলে ব্রিজটির নীচ দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হয়। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরের পর রেলওয়েম্যান সমশের আলী পাঁচগাছী কুটার পুল ব্রীজ ফাটলের বিষয়টি লক্ষ্য করে। পরে রেল কর্তৃপক্ষকে অবগত করলে সন্ধ্যায় রেল ডিপার্টমেন্টের লালমনিরহাট কর্তৃপক্ষ এসে ব্রিজের ফাটল অংশ দেখার সময় পশ্চিমের সুপার এবাউটমেন্ট (মেইনপিলার) অংশ ধ্বসে পড়ে বলে পাশের গেট পিপার জাহিদুল ইসলাম জানান। ব্রীজ ভেঙে পরায় শুক্রবার (১৩ অক্টোবর) রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এলাকার জব্বার আলী (৭০) জানান, রেল ব্রীজটি অনেক পুরাতন। দীর্ঘদিন ধরে সংষ্কার করা হয় নাই। ব্রীজের মুখ তিস্তা নদীর সাথে সংযুক্ত। পানি বেড়ে যাওয়ায় পানির প্রবল স্রোতে শুক্রবার বিকালে পশ্চিম দিকের একটি পিলার ভেঙ্গে যায়।

কুড়িগ্রাম পৌর এলাকার আজিজুল ইসলাম জানান, আমি ঢাকা যাওয়ার জন্য কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট ক্রয় করেছি। কিন্তু শুক্রবার (১৩ অক্টোবর) সকালে জানতে পারলাম কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন সরাসরি কুড়িগ্রাম থেকে যেতে না পারলেও বিকল্প পথে কাউনিয়া অথবা লালমনিরহাট যেতে হবে। সেখান থেকে ট্রেনে উঠতে হবে। এখন শনিবার(১৪অক্টোবর)সকালে গিয়ে কিভাবে ট্রেন ধরবো টেনশনে আজ রাতে ঘুমে হবে। কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ সামসুযোহা জানান, রেল সেতুটি ক্ষতিগ্রস্থ হওয়ায় আপাতত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে।

শনিবার (১৪ অক্টোবর) লালমনিরহাট রেল ডিপার্টমেন্টের প্রধান প্রকৌশলী আহসান হাবীব বলেন, ক্ষতিগ্রস্থ ব্রীজটির পশ্চিম দিকের সুপার এবাউটমেন্ট ভেঙে পড়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে ব্রীজটির মেরামতের কাজ চলমান রয়েছে। আশা করা হচ্ছে আজকের মধ্যে(শনিবার) ঠিক হবে। এছাড়া ব্রীজ ভেঙ্গে পরার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহী পশ্চিম জোনের প্রধান প্রকৌশলী স্যারও চলে এসেছেন। আমাদের কাজও হলো যাত্রী সেবা করা। যত দ্রুত পারি ব্রীজ মেরামত হলেই ট্রেন চলাচল করবে। আবারো ঢাকার সাথে রেলযোগাযোগ হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাশিমপুর কারাগারে নারী কেলেঙ্কারি ঘটনায় আজিজুলের শাস্তির নয়ছয় (প্রথম পর্ব)

রেল ব্রিজ ভেঙ্গে যাওয়ায়

কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০৯:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরিহাট এলাকায় রেল ব্রিজ ভেঙে পরায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল থেকে এ যোগাযোগ বন্ধ হওয়ায় ঢাকাগামী প্রায় কয়েক শতযাত্রী বিপাকে পড়েন।

সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেসের শার্টলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী লোকাল কমিউটার ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় রেল কৃর্তপক্ষ। কুড়িগ্রাম থেকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কুড়িগ্রামের সাধারণ যাত্রীরা পড়েছে দুঃশ্চিতায়। ব্রীজটির মেরামতের কাজ শেষ না হওয়ায় শনিবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টায়ও রেল যোগাযোগ চালু হয়নি।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ সামসুযোহা।

সরেজমিনে গিয়ে জানা যায়, ঘন ঘন বৃষ্টিপাতের ফলে ব্রিজটির নীচ দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হয়। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরের পর রেলওয়েম্যান সমশের আলী পাঁচগাছী কুটার পুল ব্রীজ ফাটলের বিষয়টি লক্ষ্য করে। পরে রেল কর্তৃপক্ষকে অবগত করলে সন্ধ্যায় রেল ডিপার্টমেন্টের লালমনিরহাট কর্তৃপক্ষ এসে ব্রিজের ফাটল অংশ দেখার সময় পশ্চিমের সুপার এবাউটমেন্ট (মেইনপিলার) অংশ ধ্বসে পড়ে বলে পাশের গেট পিপার জাহিদুল ইসলাম জানান। ব্রীজ ভেঙে পরায় শুক্রবার (১৩ অক্টোবর) রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এলাকার জব্বার আলী (৭০) জানান, রেল ব্রীজটি অনেক পুরাতন। দীর্ঘদিন ধরে সংষ্কার করা হয় নাই। ব্রীজের মুখ তিস্তা নদীর সাথে সংযুক্ত। পানি বেড়ে যাওয়ায় পানির প্রবল স্রোতে শুক্রবার বিকালে পশ্চিম দিকের একটি পিলার ভেঙ্গে যায়।

কুড়িগ্রাম পৌর এলাকার আজিজুল ইসলাম জানান, আমি ঢাকা যাওয়ার জন্য কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট ক্রয় করেছি। কিন্তু শুক্রবার (১৩ অক্টোবর) সকালে জানতে পারলাম কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন সরাসরি কুড়িগ্রাম থেকে যেতে না পারলেও বিকল্প পথে কাউনিয়া অথবা লালমনিরহাট যেতে হবে। সেখান থেকে ট্রেনে উঠতে হবে। এখন শনিবার(১৪অক্টোবর)সকালে গিয়ে কিভাবে ট্রেন ধরবো টেনশনে আজ রাতে ঘুমে হবে। কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ সামসুযোহা জানান, রেল সেতুটি ক্ষতিগ্রস্থ হওয়ায় আপাতত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে।

শনিবার (১৪ অক্টোবর) লালমনিরহাট রেল ডিপার্টমেন্টের প্রধান প্রকৌশলী আহসান হাবীব বলেন, ক্ষতিগ্রস্থ ব্রীজটির পশ্চিম দিকের সুপার এবাউটমেন্ট ভেঙে পড়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে ব্রীজটির মেরামতের কাজ চলমান রয়েছে। আশা করা হচ্ছে আজকের মধ্যে(শনিবার) ঠিক হবে। এছাড়া ব্রীজ ভেঙ্গে পরার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহী পশ্চিম জোনের প্রধান প্রকৌশলী স্যারও চলে এসেছেন। আমাদের কাজও হলো যাত্রী সেবা করা। যত দ্রুত পারি ব্রীজ মেরামত হলেই ট্রেন চলাচল করবে। আবারো ঢাকার সাথে রেলযোগাযোগ হবে।