ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ডক্টর সিরিয়াল ডট কম অ্যাপের উদ্বোধন হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা পালন করবে: হাফিজ ইব্রাহিম ভোলায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধজালসহ আটক-২ একজন মানবিক পুলিশের গল্প। রাষ্ট্র সংস্কারে যে ১০ প্রস্তাব দিয়েছে জামায়াত আনোয়ারা থানা এলাকায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করলো পিবিআই চট্টগ্রাম জেলা। সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা মতলব দক্ষিণ আওয়ামী লীগ নেতা ও বিকাশ এজেন্টের মালিক আজাদের বিরুদ্ধে জোর করে জমির দলিল নিয়ে সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ । আশুলিয়ায় লতিফ মন্ডল ও আক্কাস আলী মন্ডল মূর্তি মান আতংকের নাম । বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজসহ ৬৭ জনের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

ভোলায় ব্লক বাঁধ ধসে একজন নিহত, আহত ৫

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর তীরে ব্লক বাঁধ ধসে লাইজু বেগম (৩৮) নামের এক বাক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।

সোমবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মুমূর্ষু অবস্থায় মরিয়ূম (৩) নামের এক শিশু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত লাইজু বেগম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকার মো. সিরাজের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সেপ্টেম্বর মাস থেকেই ইলিশা-রাজাপুর প্রকল্পের ইলিশার লঞ্চঘাট এলাকার কয়েকটি পয়েন্টে মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসের ঘটনা ঘটছে। পানি উন্নয়ন বোর্ড ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলে ধস প্রতিরোধে কাজও করছে। আজ সোমবার দুপুরের দিকে ইলিশা তালতলি লঞ্চঘাট সংলগ্ন তীরে এসে একটি মাছ ধরার ট্রলার নোঙর করে। পরে সেখান থেকে মাছ নিয়ে মৎস্যঘাটে যাচ্ছিলেন ট্রলারে থাকা জেলে ও তাদের পরিবারের সদস্যরা। সেসময় লাইজু বেগম তীরের ব্লকের ওপর দাঁড়িয়ে তাদের কাছে মাছ ভিক্ষা চাচ্ছিলেন। এ সময় হঠাৎ ব্লক ধসে যায়। এতে ব্লক চাপায় ওই নারীর মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়।

স্থানীয় জেলে লোকমান, কামাল, সাত্তার মাঝি ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ কয়েক দিন ধরে ইলিশা মেঘনার পাড়ে ব্লক বাঁধ ভাঙতে শুরু করেছে, এখনো ব্লক ধস হচ্ছে। আমরা খুব আতঙ্কে আছি।

এ বিষয়ে ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির সাংবাদিকদের জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত পাঁচজন। নদীতে কেউ নিখোঁজ আছে কিনা তা এখনো জানা যায়নি। ডুবুরি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে। পুলিশ সার্বিক সহযোগিতা করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ডক্টর সিরিয়াল ডট কম অ্যাপের উদ্বোধন

ভোলায় ব্লক বাঁধ ধসে একজন নিহত, আহত ৫

আপডেট সময় ০৭:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর তীরে ব্লক বাঁধ ধসে লাইজু বেগম (৩৮) নামের এক বাক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।

সোমবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মুমূর্ষু অবস্থায় মরিয়ূম (৩) নামের এক শিশু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত লাইজু বেগম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকার মো. সিরাজের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সেপ্টেম্বর মাস থেকেই ইলিশা-রাজাপুর প্রকল্পের ইলিশার লঞ্চঘাট এলাকার কয়েকটি পয়েন্টে মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসের ঘটনা ঘটছে। পানি উন্নয়ন বোর্ড ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলে ধস প্রতিরোধে কাজও করছে। আজ সোমবার দুপুরের দিকে ইলিশা তালতলি লঞ্চঘাট সংলগ্ন তীরে এসে একটি মাছ ধরার ট্রলার নোঙর করে। পরে সেখান থেকে মাছ নিয়ে মৎস্যঘাটে যাচ্ছিলেন ট্রলারে থাকা জেলে ও তাদের পরিবারের সদস্যরা। সেসময় লাইজু বেগম তীরের ব্লকের ওপর দাঁড়িয়ে তাদের কাছে মাছ ভিক্ষা চাচ্ছিলেন। এ সময় হঠাৎ ব্লক ধসে যায়। এতে ব্লক চাপায় ওই নারীর মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়।

স্থানীয় জেলে লোকমান, কামাল, সাত্তার মাঝি ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ কয়েক দিন ধরে ইলিশা মেঘনার পাড়ে ব্লক বাঁধ ভাঙতে শুরু করেছে, এখনো ব্লক ধস হচ্ছে। আমরা খুব আতঙ্কে আছি।

এ বিষয়ে ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির সাংবাদিকদের জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত পাঁচজন। নদীতে কেউ নিখোঁজ আছে কিনা তা এখনো জানা যায়নি। ডুবুরি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে। পুলিশ সার্বিক সহযোগিতা করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।