ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ডক্টর সিরিয়াল ডট কম অ্যাপের উদ্বোধন হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা পালন করবে: হাফিজ ইব্রাহিম ভোলায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধজালসহ আটক-২ একজন মানবিক পুলিশের গল্প। রাষ্ট্র সংস্কারে যে ১০ প্রস্তাব দিয়েছে জামায়াত আনোয়ারা থানা এলাকায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করলো পিবিআই চট্টগ্রাম জেলা। সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা মতলব দক্ষিণ আওয়ামী লীগ নেতা ও বিকাশ এজেন্টের মালিক আজাদের বিরুদ্ধে জোর করে জমির দলিল নিয়ে সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ । আশুলিয়ায় লতিফ মন্ডল ও আক্কাস আলী মন্ডল মূর্তি মান আতংকের নাম । বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজসহ ৬৭ জনের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

মিঠাপুকুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ শতাধিক আহত

প্রধানমন্ত্রীর জন্মদিনের কর্মসূচিকে কেন্দ্র করে রংপুরের মিঠাপুকুরে আওয়ামী লীগের এমপি সমর্থক এবং উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান, মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক রোকনুজ্জামান রোকন, উভয় দলের নেতকর্মী,পুলিশ, আনসার, সাংবাদিক সহ প্রায় শতাধিক আহত হয়েছেন ।

এসময় উভয় পক্ষের হাতে দেশীয় অস্ত্র দেখা যায় ।  উভয় দলের নেতাকর্মী এবং সমর্থকরা রংপুর বগুড়া মহাসড়কের ওভার ব্রীজের উপর ও নিচে অবস্থান নেন। এসময়  ইট-পাটকেল ছোড়াছুড়িতে মূহুর্তেই রণক্ষেত্র হয়ে যায় পূরো এলাকা। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য  লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।

আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে স্হানীয় সাংসদ সদস্য এইচএন -আশিকুর রহমানের সমর্থক এবং নেতাকর্মীরা। ঠিক একই সময়ে মিঠাপুকুর আন্ডার পাসের নিচে উপজেলা চেয়ারম্যান সমর্থকেরাও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে মিছিল নিয়ে আসার সময় এমপি সমর্থকেরা মিছিলে অবস্থানরত নেতা কর্মীদের কটুকথা বলে। এসময় উপজেলা চেয়ারম্যান সমর্থকেরাও পাল্টা জবাব দেয় । ফলে বাকবিতন্ডার একপর্যায়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে যা তুমুল সংঘর্ষের রূপ ধারণ করে।

দীর্ঘদিন থেকে দলীয় মনোনয়ন নিয়ে এমপি পুত্র রাশেক রহমানের অনুসারী এবং উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের অনুসারীদের মধ্যে গ্রুপিং এবং প্রকাশ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই পরিপ্রেক্ষিতে আজকের এই সংঘাত বলে বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক নেতাকর্মী।

পরে সন্ধ্যায় উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার বিক্ষোভ সমাবেশ করে এবং তার নেতাকর্মীদের যারা আহত করেছে তাদের শাস্তির দাবি জানায় ।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার জানান, শান্তিপূর্ণ ভাবে আমরা আজকের আলোচনা সভা করার চেষ্টা করছিলাম। এসময় বিশেষ কারো ইন্ধনে তার অনুসারীরা আমাদের সভাস্থলের চেয়ার, টেবিল ভাংচুর চালায় এবং লাঠি সোঠা নিয়ে আমার নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। তবে কতজন আহত হয়েছে সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি। একই দাবি করেন এমপি সমর্থক এবং তার অনুসারীরা,নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, জাকির হোসেন সরকারের লোকজন আমাদের ছেলেদের মারধর এবং ঠিল ছুড়তে থাকে এতে কয়েকজন গুরুত্বর আহত হন। আহতদের হাসপাতাল ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান জানান, আমি ঘটনাস্থলে ছিলাম । পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি । মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজ খবর নিয়েছি ।  পরবর্তীতে যাতে এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি ।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে ছিলো। আমি নিজেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছি । পরে মিঠাপুকুর থানা পুলিশ এবং রিজার্ভ ফোর্স এর সাহসী পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় তিনি সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ডক্টর সিরিয়াল ডট কম অ্যাপের উদ্বোধন

মিঠাপুকুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ শতাধিক আহত

আপডেট সময় ০২:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

প্রধানমন্ত্রীর জন্মদিনের কর্মসূচিকে কেন্দ্র করে রংপুরের মিঠাপুকুরে আওয়ামী লীগের এমপি সমর্থক এবং উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান, মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক রোকনুজ্জামান রোকন, উভয় দলের নেতকর্মী,পুলিশ, আনসার, সাংবাদিক সহ প্রায় শতাধিক আহত হয়েছেন ।

এসময় উভয় পক্ষের হাতে দেশীয় অস্ত্র দেখা যায় ।  উভয় দলের নেতাকর্মী এবং সমর্থকরা রংপুর বগুড়া মহাসড়কের ওভার ব্রীজের উপর ও নিচে অবস্থান নেন। এসময়  ইট-পাটকেল ছোড়াছুড়িতে মূহুর্তেই রণক্ষেত্র হয়ে যায় পূরো এলাকা। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য  লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।

আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে স্হানীয় সাংসদ সদস্য এইচএন -আশিকুর রহমানের সমর্থক এবং নেতাকর্মীরা। ঠিক একই সময়ে মিঠাপুকুর আন্ডার পাসের নিচে উপজেলা চেয়ারম্যান সমর্থকেরাও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে মিছিল নিয়ে আসার সময় এমপি সমর্থকেরা মিছিলে অবস্থানরত নেতা কর্মীদের কটুকথা বলে। এসময় উপজেলা চেয়ারম্যান সমর্থকেরাও পাল্টা জবাব দেয় । ফলে বাকবিতন্ডার একপর্যায়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে যা তুমুল সংঘর্ষের রূপ ধারণ করে।

দীর্ঘদিন থেকে দলীয় মনোনয়ন নিয়ে এমপি পুত্র রাশেক রহমানের অনুসারী এবং উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের অনুসারীদের মধ্যে গ্রুপিং এবং প্রকাশ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই পরিপ্রেক্ষিতে আজকের এই সংঘাত বলে বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক নেতাকর্মী।

পরে সন্ধ্যায় উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার বিক্ষোভ সমাবেশ করে এবং তার নেতাকর্মীদের যারা আহত করেছে তাদের শাস্তির দাবি জানায় ।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার জানান, শান্তিপূর্ণ ভাবে আমরা আজকের আলোচনা সভা করার চেষ্টা করছিলাম। এসময় বিশেষ কারো ইন্ধনে তার অনুসারীরা আমাদের সভাস্থলের চেয়ার, টেবিল ভাংচুর চালায় এবং লাঠি সোঠা নিয়ে আমার নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। তবে কতজন আহত হয়েছে সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি। একই দাবি করেন এমপি সমর্থক এবং তার অনুসারীরা,নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, জাকির হোসেন সরকারের লোকজন আমাদের ছেলেদের মারধর এবং ঠিল ছুড়তে থাকে এতে কয়েকজন গুরুত্বর আহত হন। আহতদের হাসপাতাল ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান জানান, আমি ঘটনাস্থলে ছিলাম । পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি । মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজ খবর নিয়েছি ।  পরবর্তীতে যাতে এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি ।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে ছিলো। আমি নিজেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছি । পরে মিঠাপুকুর থানা পুলিশ এবং রিজার্ভ ফোর্স এর সাহসী পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় তিনি সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান।