ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা পালন করবে: হাফিজ ইব্রাহিম ভোলায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধজালসহ আটক-২ একজন মানবিক পুলিশের গল্প। রাষ্ট্র সংস্কারে যে ১০ প্রস্তাব দিয়েছে জামায়াত আনোয়ারা থানা এলাকায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করলো পিবিআই চট্টগ্রাম জেলা। সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা মতলব দক্ষিণ আওয়ামী লীগ নেতা ও বিকাশ এজেন্টের মালিক আজাদের বিরুদ্ধে জোর করে জমির দলিল নিয়ে সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ । আশুলিয়ায় লতিফ মন্ডল ও আক্কাস আলী মন্ডল মূর্তি মান আতংকের নাম । বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজসহ ৬৭ জনের বিরুদ্ধে সাংবাদিকের মামলা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক জাহিদুল ইসলামের উপর হামলা

বাহুবলে কৃষি উপ-সহকারীর অপসারণের দাবীতে ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন

বাহুবল থেকেঃ বাহুবল উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী নুরুল ইসলাম খানের বিরুদ্ধে কৃষকের কাছ থেকে ঘুষ গ্রহণ ও অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, এ ঘটনায় তার অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় কৃষকেরা।

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বিকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন দিনমজুর কৃষককে যান্ত্রিক প্রকল্পের আওতায় ধান ভাঙ্গার পাওয়ার প্রেসার মেশিন দেয়ার কথা বলে ১০ হাজার টাকা ঘুষ নেন নুরুল ইসলাম খান।এ ঘটনায় তিনি সিলেট খামারবাড়ি সহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ইলিয়াস আলী ইউসুফ।

জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের যশপাল গ্রামের মৃত হোছন আলীর ছেলে মোঃ ইলিয়াস আলী ইউসুফ বিগত রবি-২৩ মৌসুমে খামার প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে ধান ভাঙ্গার প্রেসার মেশিন নেয়ার জন্য উপজেলা কৃষি অফিসে আসেন।এসময় ভাদেশ্বর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম খানের সাথে দেখা হয় তার। ঘন্টাব্যাপী আলাপ আলোচনার পর কোন আবেদন ছাড়াই ইলিয়াসকে মেশিন দিতে সম্মতি জানান নুরুল ইসলাম খান। বিনিময়ে কিছু টাকা দিলেই চলবে! উপ-সহকারীর এ কথা শুনে ইলিয়াস আলী সরল বিশ্বাসে তাকে ১০ হাজার টাকা ঘুষ দেন।

কিন্তু ২৩ মৌসুম পাড় হয়ে গেলেও উপ-সহকারী নুরুল ইসলাম খান তাকে মেশিন দিবেন দূরের কথা কোন পাত্তাই দিচ্ছেন না।পরবর্তীতে ভুক্তভোগী ইলিয়াস আলী ইউসুফ উপ-সহকারী নুরুল ইসলাম খানের বিরুদ্ধে গত ৫/৯/২৩ তারিখ সিলেট খাবারবাড়ি সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর রবিবার বেলা প্রায় ২ টার দিকে বিষয়টি জানতে সরেজমিনে ইলিয়াস আলীর বাড়িতে যান উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন। তিনি ইলিয়াস আলীর বাড়িতে গিয়ে তার স্ত্রী সন্তানের সামনে তাকে পুলিশ দিয়ে রিমান্ডে নিয়ে পিটিয়ে হাড্ডি-গুড্ডি ভেঙ্গে দিবেন বলে হুমকি ধামকি দেন।

এক পর্যায়ে স্থানীয় গ্রামবাসী এগিয়ে আসলে তিনি ইলিয়াস আলীর বাড়ি থেকে দ্রুত বের হয়ে চলে আসেন।
এ ঘটনার প্রতিকার চেয়ে সোমবার দুপুরে যশপাল গ্রামের শতাধিক মানুষ মিছিল সহকারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার কার্যালয়ে এসে কৃষি অফিসার সাজ্জাদ হোসেন ও উপ-সহকারী নুরুল ইসলাম খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং অবিলম্বে নুরুল ইসলাম খানকে অপসারণের দাবী জানান বিক্ষোভকারীরা।এর পরিপ্রেক্ষীতে নুরুল ইসলাম খানকে সুনামগঞ্জে বদলী করে কর্তৃপক্ষ, কিন্তু বদলীর ৫ দিনের মাথায় বদলী বালিত করে পুনরায় দায়িত্ব পালনের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকেরা মঙ্গলবার সকাল ১১ টায় নুরুল ইসলাম খানের অবিলম্বে অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভুক্তভোগী ইলিয়াস আলী ইউসুফ, আমির আলী, সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভুক্তভোগী কৃষকেরা।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত বিভাগীয় পরিচালক মোঃ মোশাররফ হোসেন খান বলেন,অপরাধী যে-ই হোক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা পালন করবে: হাফিজ ইব্রাহিম

বাহুবলে কৃষি উপ-সহকারীর অপসারণের দাবীতে ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন

আপডেট সময় ০২:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বাহুবল থেকেঃ বাহুবল উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী নুরুল ইসলাম খানের বিরুদ্ধে কৃষকের কাছ থেকে ঘুষ গ্রহণ ও অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, এ ঘটনায় তার অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় কৃষকেরা।

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বিকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন দিনমজুর কৃষককে যান্ত্রিক প্রকল্পের আওতায় ধান ভাঙ্গার পাওয়ার প্রেসার মেশিন দেয়ার কথা বলে ১০ হাজার টাকা ঘুষ নেন নুরুল ইসলাম খান।এ ঘটনায় তিনি সিলেট খামারবাড়ি সহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ইলিয়াস আলী ইউসুফ।

জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের যশপাল গ্রামের মৃত হোছন আলীর ছেলে মোঃ ইলিয়াস আলী ইউসুফ বিগত রবি-২৩ মৌসুমে খামার প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে ধান ভাঙ্গার প্রেসার মেশিন নেয়ার জন্য উপজেলা কৃষি অফিসে আসেন।এসময় ভাদেশ্বর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম খানের সাথে দেখা হয় তার। ঘন্টাব্যাপী আলাপ আলোচনার পর কোন আবেদন ছাড়াই ইলিয়াসকে মেশিন দিতে সম্মতি জানান নুরুল ইসলাম খান। বিনিময়ে কিছু টাকা দিলেই চলবে! উপ-সহকারীর এ কথা শুনে ইলিয়াস আলী সরল বিশ্বাসে তাকে ১০ হাজার টাকা ঘুষ দেন।

কিন্তু ২৩ মৌসুম পাড় হয়ে গেলেও উপ-সহকারী নুরুল ইসলাম খান তাকে মেশিন দিবেন দূরের কথা কোন পাত্তাই দিচ্ছেন না।পরবর্তীতে ভুক্তভোগী ইলিয়াস আলী ইউসুফ উপ-সহকারী নুরুল ইসলাম খানের বিরুদ্ধে গত ৫/৯/২৩ তারিখ সিলেট খাবারবাড়ি সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর রবিবার বেলা প্রায় ২ টার দিকে বিষয়টি জানতে সরেজমিনে ইলিয়াস আলীর বাড়িতে যান উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন। তিনি ইলিয়াস আলীর বাড়িতে গিয়ে তার স্ত্রী সন্তানের সামনে তাকে পুলিশ দিয়ে রিমান্ডে নিয়ে পিটিয়ে হাড্ডি-গুড্ডি ভেঙ্গে দিবেন বলে হুমকি ধামকি দেন।

এক পর্যায়ে স্থানীয় গ্রামবাসী এগিয়ে আসলে তিনি ইলিয়াস আলীর বাড়ি থেকে দ্রুত বের হয়ে চলে আসেন।
এ ঘটনার প্রতিকার চেয়ে সোমবার দুপুরে যশপাল গ্রামের শতাধিক মানুষ মিছিল সহকারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার কার্যালয়ে এসে কৃষি অফিসার সাজ্জাদ হোসেন ও উপ-সহকারী নুরুল ইসলাম খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং অবিলম্বে নুরুল ইসলাম খানকে অপসারণের দাবী জানান বিক্ষোভকারীরা।এর পরিপ্রেক্ষীতে নুরুল ইসলাম খানকে সুনামগঞ্জে বদলী করে কর্তৃপক্ষ, কিন্তু বদলীর ৫ দিনের মাথায় বদলী বালিত করে পুনরায় দায়িত্ব পালনের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকেরা মঙ্গলবার সকাল ১১ টায় নুরুল ইসলাম খানের অবিলম্বে অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভুক্তভোগী ইলিয়াস আলী ইউসুফ, আমির আলী, সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভুক্তভোগী কৃষকেরা।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত বিভাগীয় পরিচালক মোঃ মোশাররফ হোসেন খান বলেন,অপরাধী যে-ই হোক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।